মারা গেছেন গীতিকার ওসমান শওকত

0
5
মারা গেছেন গীতিকার ওসমান শওকত

প্রকাশিত: মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১ইং।। ১৪ই বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ(গ্রীস্মকাল)১৪ রমজান ১৪৪২ হিজরী

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :অনেক জনপ্রিয় গানের গীতিকার বীর মুক্তিযোদ্ধা ওসমান শওকত আর বেঁচে নেই। আজ (২৬ এপ্রিল) সন্ধ্যায় বনশ্রীর নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি (ইন্না লিল্লাহি… রাজিউন)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গীতিকবি সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক কবির বকুল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়ে রেখে গেছেন।

প্রয়াতের পারিবারিক সূত্রে জানা যায়, আগামীকাল বাদ জোহর জানাজা শেষে রাজধানীর জুরাইন কবর স্থানে তাঁকে সমাহিত করা হবে। এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হবে।

ওসমান শওকত বাংলাদেশ টেলিভিশনের প্রধান শিল্প নির্দেশক ছিলেন। তাঁর বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে। এরমধ্যে ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গাওয়া দুটি গান ‌‘জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি’ ও ‘এক ফোটা বিষ আজ’সহ ‘সোনামুখ সুই দিয়ে সেলাই করা কাজ’, ‘একটি বজ্র কণ্ঠ থেকে বাঙ্গালির উত্থান’, ‘যখনই আমি সবুজ শ্যামলে শুনি জীবনের গান’ এবং ‘সুখের সংজ্ঞাকে যদি আমি জানতাম’ উল্লেখযোগ্য।

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন