মাওয়া মৎস্য আড়ৎ থেকে জেলিযুক্ত ২৫০ কেজি চিংড়ি জব্দ,৫ জনকে ১ মাসের জেল

0
26
মাওয়া মৎস্য আড়ৎ থেকে জেলিযুক্ত ২৫০ কেজি চিংড়ি জব্দ,৫ জনকে ১ মাসের জেল
প্রকাশিত:শুক্রবার,২৭ সেপ্টেম্বর ২০১৯ ইং ।। ১২ই আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর :স্টাফ রিপোর্টার মিজানুর রহমান ঝিলু-লৌহজং থেকে : মিজানুর রহমান ঝিলু
লৌহজং উপজেলার মাওয়া মৎস্য আড়ৎ থেকে জেলিযুক্ত আনুমানিক ২ লাখ টাকা মূল্যের ২৫০ কেজি বাগদা চিংড়ি আটক করেছে র‍্যাব-১১। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার ভোরে র‍্যাবের ১১-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি ১-এর কমাণ্ডার মো. সাইফুর রহমানের নেতৃত্বে চিংড়িসহ ৫ জনকে আটক করা হয়। লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত ৫ জনকে ১ মাসের জেল দেন। অভিযুক্তরা হচ্ছেন শান্তি দাস (৬৫), ভজন লাল দাস (৫৮), জাকির খান (২৮), সোহাগ খান (২৮) ও রনি মালো (২৪)। এদের প্রথম চারজন লৌহজং উপজেলার দক্ষিণ মেদিনীমণ্ডল ও শেষেরজন ঝাউটিয়া গ্রামের বাসিন্দা। আটক জেলিযুক্ত চিংড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) ইদ্রিস আলীর নেতৃত্বে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন