প্রকাশিত:বুধবার,২ জুন ২০২১ইং।।১৯ই জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ (গ্রীস্মকাল)।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : লৌহজংয়ে ৭ লাখ টাকা মূল্যের ২৭১টি চাইনিজ চাই(দোয়াইর) জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড মাওয়া অফিসের সদস্যরা। এসময় আটক করা হয় ৩ ব্যক্তিকে। বুধবার ভোর ৪টার দিকে উপজেলার মাওয়া পুরাতন ফেরি ঘাট এলাকায় এ চাই জব্দ করা হয়। আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
লৌহজং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসদুজ্জামান আসাদ জানান, বুধরার ভোর ৪টার দিকে তিন ব্যক্তি মাওয়া পুরাতন ফেরি ঘাট দিয়ে ২৭১টি অবৈধ চাইনিজ চাই নিয়ে পদ্মা পারি দিয়ে মাদারীপুর যাচ্ছিল। এ সময় কোস্টগার্ডের মাওয়া অফিসের সদস্যরা গোপন সংবাদে ভিত্তিতে তাদের উল্লেখিত অবৈধ চাইগুলোসহ আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের জরিমানা করে ছেড়ে দেয়া হয়। চাইগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির প্রত্যেককে ৫ হাজার টাকা করে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com