মাওয়ায় ৩৪ হাজার টাকায় বিক্রি হলো ২৪ কেজি ওজনের বাঘাইড়

0
9
মাওয়ায় ৩৪ হাজার টাকায় বিক্রি হলো ২৪ কেজি ওজনের বাঘাইড়

প্রকাশিত: সোমবার,৩০ নভেম্বর ২০২০ইং ।। ১৫ই অগ্রাহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ১৪ই রবিউস-সানি,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : মিজানুর রহমান ঝিলু,লৌহজং: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া মৎস্য আড়তে ৩৪ হাজার টাকায় বিক্রি হয়েছে বিরল প্রজাতির ২৪ কেজি ১শ’ গ্রাম ওজনের পদ্মার একটি বাঘাইড় মাছ।
আজ সোমবার ভোরে শরীয়তপুর এলাকার পদ্মায় জেলে জাকিরের জালে ধরা পড়ে বিরল প্রজাতির বাঘাইড় মাছটি। এ সময় মাছটি তিনি মাওয়া মৎস্য আড়তে এনে ডাকের মাধ্যমে ৩৩ হাজার টাকায় বিক্রি করেন। পাইকারি বিক্রেতা মো. রাজিব মৃধার কাছে। তিনি ২৪ কেজির মাছটি ১ হাজার টাকা লাভে (৩৪ হাজার) টাকায় ঢাকার এক ব্যবসায়ীর নিকট বিক্রি করেন।
মাওয়ার নাদিম মৎস্য আড়তের মালিক মো. জালাল মিয়া জানান, এত বড়ো সাইজের বাঘাইড় মাছ সচরাচর পদ্মায় মেলে না। মাছটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে গিয়েছিল।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ ধৃত মাছটি সম্পর্কে জানান, সাধারণত বাঘাইড় মাছের গায়ের রঙ সাদা সাদা হয়। কিন্তু এ মাছের রঙ গাঢ় কালো এবং মাথাটি বেশ মোটা। ছোট থাকা অবস্থায় মাছটি মাথায় আঘাত পেয়ে থাকতে পারে; যার কারণে এর মাথা মোটা হয়েছে। আর এ জন্যই হয়তো স্থানীয়রা একে বিরল মাছ হিসেবে আখ্যায়িত করছেন।

নিউজটি শেয়ার করুন .. ..

‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন