প্রকাশিত: সোমবার,২৪ মে ২০২১ইং।। ১০ই জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ (গ্রীস্মকাল)।
বিক্রমপুর খবর:লৌহজং প্রতিনিধি : মাওয়ায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১৫ লক্ষ গলদা রেনু পোনাসহ ৫ জন অসাধু ব্যবসায়ী আটক করা হয়েছে। রেনু পোন বহনকারী মিনি ট্রাকটিও জব্দ করা হয়েছে। রোববার মধ্যরাতে বাংলাদেশ কোস্ট গার্ড পদ্মাসেতু কম্পোজিট স্টেশান মাওয়া কর্তৃক অভিযান পরিচালনা করে শিমুলিয়া ০২ নং ফেরিঘাট এলাকায় দুইটি মিনি ট্রাক থেকে ১৫ লক্ষ পিস গলদা রেনু পোনাসহ ৫ জন অসাধু ব্যবসায়ীকে আটক করে।
রোবাবার (২৩ মে) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় সন্দেহজনকভাবে দুইটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ৭৫ টি ছোট-বড় ড্রামে থাকা ১৫ লক্ষ পিস গলদা রেনু পোনাসহ ৫ জন অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত অসাধু ব্যবসায়ীরা হলো- রিয়াজ (৪০), জাহিদ (৫৫), মুরাদ উদ্দিন (৪৫), জহির (৪৫) এবং আবিদ (৪০)। পরবর্তীতে জব্দকৃত মিনি ট্রাক ও অটককৃত অসাধু ব্যবসায়ীদের উপজেলা মৎস্য কর্মকর্তা নিকট হস্তান্তর করা হয় এবং রেনু পোনাগুলো পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ মৎস্য সম্পদ সংরক্ষেণে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে। আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা বা জরিমানা আদায় করা হবে। ভ্রাম্যমান আদালত চলছে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email bikrampurkhobor@gmail.com