প্রকাশিত:শনিবার,২৩ নভেম্বর ২০১৯ ইং ।। ৮ই অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর :স্টাফ রিপোর্টার লৌহজং : ঢাকা-মাওয়া মহাসড়কে বাসের সঙ্গে বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতদের মধ্যে আটজনের মরদেহ লৌহজং উপজেলার কনকসার গ্রামে জানাজা শেষে দাফন করা হয়েছে।
আজ শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কনকসার গ্রামের বটতলা এলাকায় ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে সাতঘড়িয়া কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হয়।
অন্যদিকে নিহত মাইক্রোবাসচালক বিল্লালের মরদেহ লৌহজং উপজেলার নাগেরহাটে নিজ গ্রামে জানাজা শেষে দাফন করা হয়। একসঙ্গে ৯ জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গতকাল শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে শ্রীনগরে বরযাত্রীবাহী মাইক্রোবাস ও যাত্রীবোঝাই বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয় অন্তত ১২ জন।