মশদগাঁওয়ে আজাদ-নীলা কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করলেন এমপি এমিলি

0
65
মশদগাঁওয়ে আজাদ-নীলা কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করলেন এমিলি

প্রকাশিত : বৃহস্পতিবার, ৯জুলাই ২০২০ইং ।। ২৫শে আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : লৌহজংয় প্রতিনিধি : লৌহজংয়ের কনকসার ইউনিয়নের মশদগাঁও গ্রামে একটি ক্লিনিক উদ্বোধন করেন স্হানীয় সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি।

লৌহজংয়ের কনকসার মশদগাঁও গ্রামে কনকসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সহধর্মিণী নাজনীন জামান নীলা ক্লিনিকটি নির্মানের জন্য জমি দান করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত ঐকান্তিক ইচ্ছা কমিউনিটি ক্লিনিক। আজ দেশের অজপাড়াগাঁয় এ ক্লিনিক জনমনে ইতোমধ্যে আস্হা অর্জনে সক্ষম অর্জন করেছে। ১৯৯৬ সনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উদ্যোগে কমিউনিটি ক্লিনিক নির্মান শুরু হলেও জোট সরকার ২০০১ সনে বন্ধ করে দেয়। পরবর্তী সময়ে আওয়ামীলীগ ক্ষমতায় এসে আবার চালু করে।

আজ কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন স্হানীয় সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। সাগুফতা ইয়াসমিন এমিলি অনাড়ম্বর এ অনুষ্ঠানে বলেন জননেত্রী শেখ হাসিনা প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবা পৌঁছে দেবার জন্য যে উদ্যোগ নিয়েছেন তাতে নাজনীন জামান নীলার মতো মানুষদের এগিয়ে এসে এ মহতী কর্মকান্ডে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ রশীদ শিকদার উপজেলা ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ শামিম আহমেদ, কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মোড়ল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কনকসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, থানা আওয়ামীলীগ নেতা রুহুল আমিন মোড়ল রিনা ইসলাম, মহিলা ভাইসচেয়ায়ম্যান, লৌহজং উপজেলা পরিষদ, আওয়ামী লীগ নেতা শেখ মোঃ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন বাবুল মুন্সি, জামাল উদ্দিন শেখ, সবজল শিকদার, কাজী মোস্তাফিজুর রহমান বাবুল, আবু নাসের রতন, যুবলীগ নেতা মোস্তাক আহমেদ নুরুননবী, শফিকুল ইসলাম মাদবর আবু বকর সিদ্দিক, আবুল খয়ের, যুবলীগ নেতা শেখ মোহাম্মদ শাহিন সহ কনকসার ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ ,যুবলীগ ,স্বেচ্ছাসেবক লীগ এর নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন .. ..    

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন