প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ডিসেম্বর ২০২০ইং।। ৯ই পৌষ ১৪২৭ বঙ্গাব্দ(শীতকাল)।। ৮ই জমাদিউল-আউয়াল,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর :অনলাইন ডেস্ক : ক্যানসার ও করনাভাইরাসে আক্রান্ত ‘কোথাও কেও নেই’ ধারাবাহিকের ‘বদি’খ্যাত অভিনেতা আব্দুল কাদের। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে গত বুধবার (২৩ ডিসেম্বর) মধ্যরাত থেকে হঠাৎ ছড়িয়ে পড়ে তার মৃত্যুর গুজব। বিষয়টি নিয়ে অভিনেতার পরিবার বেশ বিড়ম্বনায়।
গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা দিয়েছে অভিনেতার ছোট নাতনি সিমরিন লুবাবা।
ভিডিও বার্তায় সে বলে, আমি সিমরিন লুবাবা। আপনারা কেন আমার দাদাকে নিয়ে ফেক নিউজ বানাচ্ছেন। উনি তো আমাদের সবার মাঝে এখনও বেঁচে আছে। ওনাকে নিয়ে ফেক নিউজ বানানোতে আমার কষ্ট লাগে। উনি তো আমার জানের দাদা। আমার কি কষ্ট লাগে না? ফেক নিউজ না বানিয়ে দোয়া করেন।
সিমরিন লুবাবা শিশুশিল্পী। সে ইংরেজি মাধ্যমের ছাত্রী। অভিনেতা আবদুল কাদের তার দাদা।
উল্লেখ্য, গত আগস্ট মাসে করোনার প্রকোপ বাড়লে ভারতের রাজস্থান সরকারের করোনা নিয়ে জনসচেতনতামূলক একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয় সিমরিন লুবাবা। বিজ্ঞাপনচিত্রটি রাজস্থানের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সামাজিক মাধ্যমে প্রচারিত হয়।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’