ভার্চুয়াল সভা পরিচালনায় জুম অ্যাপ ডাউনলোডের নির্দেশ

0
26
ভার্চুয়াল সভা পরিচালনায় জুম অ্যাপ ডাউনলোডের নির্দেশ

প্রকাশিত : শনিবার,২০ জুন ২০২০ ইং ।।  ৬ই আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : দেশে চলমান করোনা পরিস্থিতিতে কর্মকর্তাদের সঙ্গে অনলাইন বা ভার্চুয়াল পদ্ধতিতে সভা পরিচালনা করতে তাদের জুম অ্যাপ ডাউনলোড করতে নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (১৭ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় ছাড়াও অধীন দপ্তরের কর্মকর্তাদের এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, করোনা পরিস্থিতিতে কর্মকর্তাদের সঙ্গে জুম অ্যাপের মাধ্যমে সচিব মহোদয় ভার্চুয়াল সভাসহ অন্যান্য বিষয়ে দিকনির্দেশনা প্রদান করবেন। এ কারণে প্রত্যেক কর্মকর্তাকে জরুরিভিত্তিতে তার স্মার্টফোন/ট্যাব/ল্যাপটপে জুম অ্যাপ ডাউনলোড/আপডেট করে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হলো।

উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধে টানা ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে গত ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস-আদালত খুলে দেওয়া হয় এবং ১ জুন থেকে গণপরিবহনও চালু হয়।

নিউজটি শেয়ার করুন .. ..

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন