ভারত থেকে এলো ১৯০ টন অক্সিজেন

0
3
ভারত থেকে এলো ১৯০ টন অক্সিজেন

প্রকাশিত: মঙ্গলবার, ৬ জুলাই ২০২১ইং।। ২২শে আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ (বর্ষাকাল)।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : করোনা পরিস্থিতির কারণে আড়াই মাস ভারত থেকে অক্সিজেন আমদানি বন্ধ ছিল। সম্প্রতি ভারতে পরিস্থিতি উন্নত হওয়ায় ফের আমদানি শুরু হয়েছে।

সোমবার ভারত থেকে প্রথম চালানে ১৯০ মেট্রিক টন অক্সিজেন আমদানি করেছে লিন্ডা বাংলাদেশ ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। এর আগে, ২২ এপ্রিল অক্সিজেন রফতানি বন্ধ করে দেয় ভারত।

বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে, লিন্ডা বাংলাদেশ ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেডের ১৯০ মেট্রিক টন অক্সিজেনের চালান বন্দর থেকে ছাড়াতে সহযোগিতা করেছে সিঅ্যান্ডএফ এজেন্ট সারথী এন্টারপ্রাইজ।

লিন্ডা বাংলাদেশ ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেডের প্রতিনিধি জিল্লুর রহমান বলেন, ২১ এপ্রিলের পর আমাদের কোম্পানির কোনো অক্সিজেন দেশে প্রবেশ করেনি। ভারতের অক্সিজেন সঙ্কট থাকায় সরবরাহকারী প্রতিষ্ঠানটি বাংলাদেশে অক্সিজেন রফতানি বন্ধ রাখে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় ফের অক্সিজেন রফতানির অনুমতি দিয়েছে দেশটির সরকার। এরপর গত দুই দিনে ১৯০ মেট্রিক টন অক্সিজেন বেনাপোল বন্দরে এসে পৌছেছে। এখন থেকে প্রতিদিনই ভারত থেকে অক্সিজেন আসবে।

সিঅ্যান্ডএফ এজেন্ট সারথী এন্টারপ্রাইজের মালিক মতিয়ার রহমান বলেন, এ মুহূর্তে দেশে করোনার সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করেছে। ফলে প্রতিনিয়ত অক্সিজেনের চাহিদা বাড়ছে। যে কারণে জরুরি পণ্য সরবরাহের তালিকা থাকায় দ্রুত কাস্টমস ডিউটি শেষ করে অক্সিজেনের চালানটি খালাস করা হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় প্রতিদিন অক্সিজেনের চাহিদা ৩০০-৫০০ মেট্রিক টন। এতদিন দেশে উৎপাদিত অক্সিজেন দিয়ে চাহিদা মেটানো হলেও বর্তমান পরিস্থিতি বিবেচনায় ভারত থেকে আমদানি করা হচ্ছে।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে বন্দর থেকে দ্রুত অক্সিজেন খালাসের নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।       

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন