ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের বছরপূর্তি

0
19
ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের বছরপূর্তি

প্রকাশিত:শনিবার,১ ফেব্রুয়ারি, ২০২০ ইং ।। ১৮ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর :শ্রীনগর প্রতিনিধি  : শ্রীনগরে ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের প্রথম বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকালে উপজেলার ঐতিহ্যবাহী ভাগ্যকুল বাজার সংলগ্ন ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রে চিত্রাঙ্গন প্রতিযোগিতায় ক,খ,ও গ শাখায় আবৃত্তি এবং সংগীত প্রতিযোগিতার উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী মো.আব্দুল লতিফ।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দেড় শতাধিক কোমলমতি শিক্ষার্থী উক্ত প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। প্রতিযোগিতা শেষে ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক শিক্ষক মৃত্যুঞ্জয় বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতি সংঘের আঞ্চলিক উপদেষ্টা ডাক্তার মোজাহেরুল হক।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট গ্যাস ফিল্ডের পরিচালক ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক নেতা মাকসুদ আলম ডাবলু,ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মুজিবুর রহমান তালুকদার,চিত্র শিল্পী ও কথা সাহিত্যিক সোহেল রিয়াজুল,সুদীপ্ত সাহা বাঁধন,লেখক মুজিব রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আবু সাইদ তালুকদার ও অংকন রায়।এসময় প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন