প্রকাশিত : রবিবার, ১৪ জানুয়ারি ২০২৪ ইংরেজি, ৩০ পৌষ ১৪৩০ বাংলা (শীতকাল), ১ রজব ১৪৪৫ হিজরি ।
বিক্রমপুর খবর : শ্রীনগর প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবুল হোসেন (৬২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি……..রাজিউন)। গত শুক্রবার রাতে তিনি ভাগ্যকুলের মধ্য কামারগাঁও নিজবাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম আবুল হোসেন ঐ গ্রামের বিশাই হাওলাদারের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, তিন কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল শনিবার বাদ যোহর স্থানীয় বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মহিউদ্দিন আহম্মেদ, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম একুল খাঁন, সাধারণ সম্পাদক মনির হোসেন মিটুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় কবরস্থানে মরহুম আবুল হোসেনের লাশ দাফন করা হয়। পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাতে সকলের কাছে দোয়া কামনা করা হয়।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন এছাড়া বিক্রমপুর খবর-এ প্রকাশিত লেখাসমূহে তথ্যমূলক ভুল-ভ্রান্তি থেকে যেতে পারে অথবা যেকোন লেখার সাথে আপনার ভিন্নমত থাকতে পারে। আপনার মতামত এবং সঠিক তথ্য দিয়ে আপনিও লিখুন অথবা লেখা পাঠান। লেখা পাঠাতে কিংবা যেকোন ধরনের প্রয়োজনে যোগাযোগ করুন – bikrampurkhobor@gmail.com এই ঠিকানায়।