প্রকাশিত:বুধবার, ১৪ জুলাই ২০২১ইং।। ৩০শে আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ৩রা জিলহজ্জ, ১৪৪২ হিজরী।।
বিক্রমপুর খবর : তাজুল ইসলাম রাকিব লৌহজং প্রতিনিধি : লৌহজংয়ের বৌলতলী ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার ও ঈদ উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য শস্য বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে বৌলতলী ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান হাজী আঃ মালেক শিকদারের সভাপতিত্বে ও বৌলতলী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম.আহমেদ বেপারী’র সঞ্চালনায় ৭শ পরিবারকে নগদ অর্থ ও ৩৯০ পরিবারকে খাদ্য শস্য বিতরণ করেন, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রশিদ শিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদা সরকার, মোঃ মেহেদী হাসান, মোঃ আওলাদ হোসেন তালুকদার, তোফাজ্জল হোসেন শেখ, সাইফুর রশিদ চৌধুরী অসীম ও অন্যান্য নেতৃবৃন্দ। মুন্সীগঞ্জ -২ ( লৌহজং ও টঙ্গীবাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কিন্তু তিনি ৭ দিন ধরে কভিড ১৯ ( করোনা ভাইরাস) আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। বিতরণ শেষে মাননীয় সংসদ সদস্যের রোগ মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com