বিক্রমপুর খবর ডেস্ক :
প্রকাশিত: ডিসেম্বর ২৭,২০১৮
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, তাঁর ‘বোন’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে নিজের ঢাকা-১৭ আসনটি ছেড়ে দিয়েছেন।
তিনি বলেন,জাতীয় পার্টির উন্মুক্ত আসনের প্রার্থীরা মহাজোটকে সমর্থন করবেন। এরশাদ এই আসনে আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন পাঠান ফারুককে সমর্থন জানিয়েছেন।
ঢাকা–১৭ আসন ছেড়ে দেওয়ায় সাবেক এই রাষ্ট্রপতি এবার একটি আসনে (রংপুর–৩) নির্বাচন করছেন।
সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে ১৭ দিন পর গতকাল বুধবার রাতে দেশে ফেরেন এইচ এম এরশাদ।
আজ বৃহস্পতিবার বিকেলে বনানীতে নিজ বাসভবনে এইচ এম এরশাদ সাংবাদিক সম্মেলন করে তাঁর মতামত জানান। এ সময় তাঁর সঙ্গে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনের পরপরই ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন পাঠান ফারুক জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের সঙ্গে দেখা করেন।
এরশাদ বলেন, ১৪৬টি আসনে দলের উন্মুক্ত প্রার্থীরা মহাজোটকে সমর্থন জানাবেন। তবে যেসব জায়গায় জাতীয় পার্টির প্রার্থীরা জেতার মতো অবস্থায় আছেন, সেখান থেকে প্রার্থী প্রত্যাহার করা হবে না। তবে মহাজোট যে সিদ্ধান্ত নেবে, প্রার্থীদের তা মেনে নেওয়ার কথাও বলেন তিনি।
নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে এরশাদ বলেন, নির্বাচনের আয়োজন সন্তোষজনক। নির্বাচন কমিশনের ভূমিকাও সন্তোষজনক।