বৃষ্টিতে সকাল শুরু, সারাদিন মেঘলা আকাশ থাকবে

0
7
বৃষ্টিতে সকাল শুরু, সারাদিন মেঘলা আকাশ থাকবে

প্রকাশিত: শনিবার, ৫ জুন ২০২১ইং।। ২২শে জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ (গ্রীস্মকাল)।

বিক্রমপুর খবর: অনলাইন ডেস্ক : সকালে থেকে সূর্যের দেখা পায়নি রাজধানীবাসী। আকাশ কালো মেঘে ছেয়ে ছিল সকাল ৮টা পর্যন্ত। এরপরই নামে বৃষ্টি। প্রায় ৩০ মিনিট পর বৃষ্টি থেমে গেলেও সারাদিন আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিকে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছে অফিসগামী মানুষজন। 

এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়োহাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশজুড়ে বয়ে যাওয়া দাবদাহের তাপ কমে আসবে।

শনিবার (৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান ঢাকা পোস্টকে এসব তথ্য জানান। তিনি বলেন, রাজধানীসহ ঢাকায় সকাল ৮টার দিকে শুরু হওয়া বৃষ্টি খুব বেশি হলে এক থেকে দেড় ঘণ্টা থাকতে পারে। এরপর বৃষ্টি না হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আকাশ মেঘলা থাকতে পারে। এছাড়া বিকেলের পর হালকা বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

রংপুর, দিনাজপুর, নীলফামারি ও চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া দাবদাহ প্রশমিত হতে পারে। এছাড়া আগামী ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় খুলনায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিরাজগঞ্জ জেলার তারাশে ৩১ মিলি.।

নিউজটি শেয়ার করুন .. ..                                         

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।   

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন