‘বুলবুল’ আতঙ্কের ভিতর দিয়েই জন্ম নিলো “বুলবুলি”

0
33
‘বুলবুল’ আতঙ্কের ভিতর দিয়েই জন্ম নিলো “বুলবুলি”

প্রকাশিত:রবিবার, ১০ নভেম্বর ২০১৯ ইং ।। ২৫শে কার্ত্তিক ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর :অনলাইন ডেস্ক :‘ঘূর্ণিঝড় বুলবুল’ এর তাণ্ডবের ভয়ে যখন ইয়া নফসি পাঠ করছে উপকূলবাসি ঠিক সে সময় পৃথিবীতে আসলো এক কন্যা সন্তান। ঝড়ের সাথে মিলিয়ে নাম রাখা হল বুলবুলি।

শনিবার (৯ নভেম্বর) মধ্যরাতের দিকে মোংলার মিঠাখালীর এটিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপকূলীয় আশ্রয়কেন্দ্রে জন্ম নিয়েছে এই কন্যা শিশু।

শিশুটির মায়ের নাম হনুফা বেগম, আর বাবা বায়েজিদ শিকদার। শিশু কন্যা ও মা দু’জনই সুস্থ আছেন বলে জানান মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত মান্নান।

এ বিষয়ে মোংলা উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত মান্নান জানান, গর্ভধারিণী হনুফা বেগমের জন্য মোংলা পরিবার পরিকল্পনা অফিস থেকে ধাত্রী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক পাঠানো হয়েছিল। নবজাতক কন্যা বুলবুলি এবং তার মাতা হনুফা বেগম সুস্থ আছেন।

এদিকে শনিবার (০৯ নভেম্বর) দুপুরে আবহাওয়া অধিদপ্তরের ১০নম্বর মহাবিপদ সংকেত পাওয়ার চর অঞ্চলের মানুষ আশ্রয়ের জন্য যখন ছুটাছুটি করছিল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ সরকারি আবাসন প্রকল্পের ঘরে তখনই আবুল কালাম ও হুমায়রা বেগম দম্পতির প্রথম সন্তানের জন্ম হয়।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন