প্রকাশিত : মঙ্গলবার,১২ নভেম্বর, ২০২৪, খ্রিষ্টাব্দ।। ২৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ(শরৎকাল)।। ৯ জমাদিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : “বিশ্ব স্থাপত্য দিবস ও বিশ্ব বসতি দিবসের শুভেচ্ছা “
একজন স্থপতিকে সাংবাদিক প্রশ্ন করলেন, স্থপতি হওয়ার জন্য আপনি কেন গর্ববোধ করছেন? তিনি হাসলেন এবং বললেন, একজন আইনজীবীর আয় বাড়ে দেশে খুনাখুনি, অপরাধ ও মামলা বৃদ্ধির সঙ্গে। আর একজন ডাক্তারকে যদি জিজ্ঞেস করেন কেমন আছেন? যদি উত্তর পান ভাল নেই, তার মানে দেশের মানুষের রোগ শোক হচ্ছে না। তাই ওনার মন খারাপ। কারণ ডাক্তারের আয় বাড়ে মানুষের অসুস্থতা বৃদ্ধির সঙ্গে। কিন্তু একজন স্থপতির আয় বৃদ্ধি পায় মানুষের এবং জাতির সমৃদ্ধির সঙ্গে। দেশ এগিয়ে গেলে সব ধরনের অবকাঠামোগত উন্নয়ন কর্মকান্ড বাড়ে, আমাদের আয়ও বাড়ে। সে কারণে আমরা গর্ব অনুভব করছি। আর দেখেন ডাক্তার তার আইডেন্টিটির জন্য গলায় বা হাতে স্টেথোস্কোপ লাগিয়ে রাখে। আইনজীবী হাতে ফাইল রাখে। শিক্ষক খাতা কলম চক নিয়ে থাকে। আপনার সাংবাদিকরাও কম না। গলায় ক্যামেরা বা হাতে কলম নিয়ে রাখেন। কিন্তু আমাদের কিচ্ছু লাগে না। আমাদের সব কিছু থাকে মাথার ভেতর। সেটাই একজন স্থপতির পরিচয়
Collected Arch Imam Hossain Emon
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor