বিশ্ব বই ও কপিরাইট দিবস আজ

0
1

প্রকাশিত: শনিবার, ২৩ এপ্রিল ২০২২ইং।। ১০ই বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ।। ২১ রমজান,১৪৪৩ হিজরি ।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : বিশ্ব বই ও কপিরাইট দিবস আজ শনিবার (২৩ এপ্রিল)। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো ১৯৯৫ সাল থেকে প্রতিবছর ২৩শে এপ্রিল বই পড়ার প্রতি গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধি এবং বইয়ের জগতের অপরিহার্য অংশ মেধাস্বত্ব বা কপিরাইট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘বিশ্ব বই ও কপিরাইট দিবস’ উদযাপন করে থাকে।

বিশ্ব বই ও কপিরাইট দিবস উপলক্ষে শনিবার জাতীয় গ্রন্থকেন্দ্র, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন ও বিশ্বসাহিত্য কেন্দ্র পৃথক কর্মসূচি গ্রহণ করেছে।

বিশ্ব বই ও কপিরাইট দিবস উপলক্ষে জাতীয় গ্রন্থকেন্দ্র চার দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। রাজধানীর গুলিস্তানের ‘গ্রন্থভবনে’চার দিনব্যাপী ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’বিষয়ক বই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনী চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। ২৬ এপ্রিল সকাল ১১টায় জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘তরুণ প্রজন্মকে গ্রন্থপাঠে উদ্বুদ্ধকরণে কার কী করণীয়’শীর্ষক সেমিনার। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। এ ছাড়াও ঢাকা মহানগরী ও সংলগ্ন জেলাগুলোর বেসরকারি গ্রন্থাগারসমূহের ৫০ জন বর্ষসেরা পাঠক/পাঠিকাকে বিশেষ বই উপহার দেওয়া হবে।

বিশ্ব বই ও কপিরাইট দিবস ২০২২ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন ও বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে আজ শনিবার সকাল ১১টায় বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..

‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন