বিশিষ্ট সাহিত্যিক, মুক্তিযোদ্ধা ও ‘একাত্তরের জননী’ খ্যাত রমা চৌধুরীর জন্মদিবস আজ
কাশিত : সোমবার ১৪ অক্টোবর ২০২৪, খ্রিষ্টাব্দ।। ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ(শরৎকাল )।। ১০ রবিউস সানি ১৪৪৬ হিজরি।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : রমা চৌধুরী(১৪ অক্টোবর ১৯৪১-০৩ সেপ্টম্বর ২০১৮। বীর মুক্তি যোদ্ধা।নিবেদিত প্রান প্রধান শিক্ষিকা।১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী কতৃক নির্মমভাবে নির্যাতিতা হলে,হয়ে যান আমাদের বঙ্গজননী।পরবর্তী জীবন ছিলো আরও কষ্টের। কিন্তু নিজে বই লিখে এবং তা ঘুরে ঘুরে বিক্রি করে সে অর্থে চলেছেন জীবনের শেষদিন পর্যন্ত।।
বিশিষ্ট সাহিত্যিক, মুক্তিযোদ্ধা ও ‘একাত্তরের জননী’ খ্যাত রমা চৌধুরীর জন্মদিবস আজ। রমা চৌধুরীর জন্ম ১৯৪১ সালের ১৪ অক্টোবর চট্টগ্রামের বোয়ালখালী থানার পোপাদিয়া গ্রামের মাতুলালয়ে। আজ আমাদের এই বঙ্গজননীর ৮৪ তম জন্মদিন
তিনি ১৯৬১ সালে মাত্র ২০ বছর বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। প্রথম জীবনে শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকলেও পরবর্তীতে লেখ্যবৃত্তিকেই তিনি একমাত্র পেশা হিসেবে গ্রহণ করেন। তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা ১৮টি। তার লেখা আত্মজৈবনিক উপন্যাস ‘একাত্তরের জননী’ দেশে-বিদেশে সাড়া ফেলে। ১৯৭১
সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর হাতে তিনি সম্ভ্রম হারান। পাকিস্তানিদের দেওয়া আগুনে ভস্মীভূত হয় রমা চৌধুরীর সব অপ্রকাশিত সৃষ্টিকর্ম, বাড়িঘর, সহায়-সম্বল। যুদ্ধের কারণে মৃত্যুবরণ করে তার প্রথম দুই সন্তান সাগর ও টগর। রমা চৌধুরী বলেন, ‘মুক্তিযুদ্ধ আমাকে দিয়েছে কাঁধে ঝোলা, খালি পা’।
স্ব-চেষ্টায় নিজের লেখা গ্রন্থ নিজেই প্রকাশ করে সেই গ্রন্থ ফেরি করে বেড়াতেন তিনি। ১৯৯৮ সালের ১৬ ডিসেম্বর তার ছোট ছেলে দীপংকুর টুনু সড়ক দুর্ঘটনায় মারা যান। ২০১৮ সালের ২ সেপ্টেম্বর মারা যান রমা চৌধুরী।