প্রকাশিত : রবিবার, ১২ এপ্রিল ২০২০ ইং ।। ২৯ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর : স্টাফ রিপোর্টার , লৌহজং : বিক্রমপুর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের পিপিই প্রদান করেছে এবা গ্রুপের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান শিপন মৃধা। গত শুক্রবার সাজ্জাদুর রহমান শিপনের পক্ষে পাভেল সাহাবুদ্দিন এ পিপিই সাংবাদিক মানিক মিয়ার হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন হলদিয়া ইউপি ২নং ওয়ার্ড মেম্বার মানিক লক্ষণ সরকার। জাতীয় এ মহামারির সময় বিক্রমপুর প্রেসক্লাবের সাংবাদিকদের পাশে দাঁড়ানোর জন্য প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খান এবা গ্রুপকে ধন্যবাদ জানিয়েছেন।
এর পূর্বে গত বৃহস্পতিবার লৌহজং উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ৪০টি ও লৌহজং থানা পুলিশের জন্য ৬০টি পিপিই প্রদান করা হয় এবা গ্রুপের পক্ষ থেকে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. শামীম ও লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসাইন এ পিপিইগুলো গ্রহণ করেন।