বিক্রমপুরের কৃতি সন্তান কিংবদন্তি স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের আজ জন্মদিন

0
8
বিক্রমপুরের কৃতি সন্তান কিংবদন্তি স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের আজ জন্মদিন

প্রকাশিত: বুধবার, ১৭মার্চ ২০২১ইং।। ৩রা চৈত্র  ১৪২৭ বঙ্গাব্দ (বসন্তকাল)।।৩ শা’বান ১৪৪২হিজরী

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : বিক্রমপুরের কৃতি সন্তান কিংবদন্তি স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের জন্ম ১৯৫১ খ্রিস্টাব্দের ১৭ই মার্চ। যুবককালের দুর্লভচিত্রে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ ও জাতীয় জাদুঘরের স্থপতি কিংবদন্তি সৈয়দ মাইনুল হোসেন ৷

সৈয়দ মাইনুল হোসেন বাংলাদেশের একজন প্রখ্যাত ও কিংবদন্তি স্থপতি । ‘জাতীয় স্মৃতিসৌধ’ ও ‘বাংলাদেশ জাতীয় জাদুঘর’র মতো মহান স্থাপত্যসমূহের স্থপতি তিনি ৷ খুব কম বয়স থেকেই স্থাপত্যশিল্পের নকশা বাস্তবায়ন করে খ্যাতি অর্জন করেন তিনি । ১৯৭৬-৯৮ খ্রিস্টাব্দের মধ্যে বেশ কিছু বড় স্থাপত্যকর্ম নির্মাণ করেছিলেন এই কিংবদন্তি স্থপতি ৷ এর মধ্যে ‘জাতীয় স্মৃতিসৌধ’, ‘বাংলাদেশ জাতীয় জাদুঘর’ (১৯৮২) কারওয়ান বাজারের আইআরডিপি ভবন, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ও ভোকেশনাল ট্রেনিং সেন্টার(১৯৭৭), চট্টগ্রাম ইপিজেড এর অফিস ভবন (১৯৮০), ঢাকার অ্যাডভোকেট বার কাউন্সিল ইত্যাদি ।
মহান মুক্তিযুদ্ধের শহিদদের স্মরণে, ১৯৭২ খ্রিস্টাব্দের ১৬ই ডিসেম্বর, প্রথম বিজয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাভারে জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর করলে, পরবর্তীতে সেটি নির্মাণ করেন তিনি । ১৯৭৮ খ্রিস্টাব্দে নকশা আহ্বান করা হলে মোট ৫৭টি নকশার মধ্যে থেকে সে সময়ের তরুণ স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের নকশাটি গৃহীত হয় ৷ সাতটি মহান আন্দোলনের স্মৃতিকে স্থাপত্যে রূপ দিয়ে সপ্তস্তম্ভের মহান জাতীয় স্মৃতিসৌধটি নির্মাণ করেন জাতীয় স্থপতি সৈয়দ মাইনুল হোসেন ৷ স্থাপত্যশিল্পে অমর কীর্তিতে কিংবদন্তি ও অমর হয়ে রয়েছেন এই গুণী শিল্পী ৷
কিংবদন্তি স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের জন্ম ১৯৫১ খ্রিস্টাব্দের ১৭ই মার্চ মুন্সিগঞ্জে ৷
May be an image of 1 person, monument and outdoors
নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।    

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন