বিক্রমপুরের কৃতি সন্তান বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদের স্ত্রী সারা আরা মাহমুদ আর নেই

0
1
বিক্রমপুরের কৃতি সন্তান বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদের স্ত্রী সারা আরা মাহমুদ আর নেই

প্রকাশিত : রবিবার ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, খ্রিষ্টাব্দ।। ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ( বসন্ত কাল)।। ২৩ শাবান, ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : বিক্রমপুরের শ্রীনগর উপজেলার সমষপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সারা আরা মাহমুদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি আজ সন্ধ্যায় ইন্তেকাল করেছেন।

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সুরকার শহীদ মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদের স্ত্রী সারা আরা মাহমুদ।
রোববার সন্ধ্যা ৬টা ২৫মিনিটে রাজধানীর বাংলা মটরে বিয়াম গলি সংলগ্ন নিজ বাসায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
সারা আরা মাহমুদ বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সাবেক পরিচালক। তিনি অভিনেত্রী ও কণ্ঠশিল্পী শিমুল ইউসুফের বড় বোন।
শহীদ আলতাফ মাহমুদ ও সারা আরা মাহমুদের একমাত্র সন্তান শাওন মাহমুদ ফেসবুক স্ট্যাটাসে মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি ফেসবুকে লিখেন, ‘মা নাই। চলে গেছে।’ তিনি ফেসবুকে আরও জানান, আগামীকাল সোমবার বাংলা মটর নুরনগর জামে মসজিদে যোহরে নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
শাওন মাহমুদ বলেন, ১৮ জানুয়ারি তার মায়ের হিপ রিপ্লেসমেন্ট অপারেশন সম্পন্ন হয়। পরে প্রায় দশদিন তিনি হাসপাতালে ছিলেন। এরপর থেকে বাসাতেই শয্যাশায়ী ছিলেন। তবে গত চারদিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন।
যে সুর শুনলে ভাষা শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধা নিবেদন করি, যে সুর শুনে শিহরিত হই কোটি কোটি বাঙালির মুখে মুখে এই ভাষার মাসে উচ্চারিত হচ্ছে হবে ” আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।”__ এই গানটির সুরকার সুরস্রষ্টা শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী সারা আরা মাহমুদ আমাদের ছেড়ে চলে গেছেন আজ না-ফেরার দেশে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সাবেক পরিচালক।
১৯৭১ সালের ৩০ আগস্ট ভোরে পাকিস্তানি হানাদার বাহিনী আলতাফ মাহমুদের ৩৭০, আউটার সার্কুলার রোড রাজারবাগের বাসায় যায়। ওই বাসা থেকে আলতাফ মাহমুদের সঙ্গে আটক করা হয় আবুল বারাক আলভী, আলতাফ মাহমুদের চার শ্যালক বিক্রমপুরের আলোকিত মানুষ লিনু বিল্লাহ, দিনু বিল্লাহ, নুহে আলম বিল্লাহ, খাইরুল আলম বিল্লাহসহ ছয় জনকে। এরপর তাদের নিয়ে যাওয়া হয় তেজগাঁও নাখালপাড়ার ড্রাম ফ্যাক্টরি সংলগ্ন এমপি হোস্টেলের মিলিটারি টর্চার সেলে। সেখানে তাদের উপর চালানো হয় পৈশাচিক নির্যাতন। এরপর তাকে কোথায় হত্যা করা হয়, কীভাবে হত্যা করা হয়, তা আজও অজানা। পরে আর তাঁকে খুঁজে পাওয়া যায়নি! বাংলা এবং বাঙালি-অন্তপ্রাণ আলতাফ মাহমুদ ছিলেন একাত্তরে ‘ক্র্যাক প্লাটুনের’ সদস্য।
একুশের গানের অমর এ সুরকার অনেকের কাছেই ঝিলু নামে পরিচিত।
সেই থেকে অর্থাৎ একাত্তরের ৩০ আগস্ট থেকেই সারা মাহমুদ তাঁর একমাত্র কন্যা শাওন মাহমুদকে নিয়েই বাকী জীবন কাটিয়েছেন আজকের দিনটি পর্যন্ত।
বিক্রমপুরের আলোকিত মানুষ কৃতিসন্তান সারা আরা মাহমুদ এই ভাষার মাসেই দুনিয়া ছেড়ে পরপারে পাড়ি দিলেন। বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি পরপারে ভালো থাকুন। বিক্রমপুর খবর এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর।
আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন