প্রকাশিত : মঙ্গলবার,২২ অক্টোবর ২০২৪, খ্রিষ্টাব্দ।। ০৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ(শরৎকাল)।। ১৮ রবিউস সানি ১৪৪৬ হিজরি।
বিক্রমপুর খবর : নিউজ ডেস্ক : বিক্রমপুরের আলোকিত মানুষ ভাষা সৈনিক ও চারন সাংবাদিক সফি উদ্দিন আহমেদের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ।
সাংবাদিক সফিউদ্দিন আহমেদ ২০০৯ সালের ২২ অক্টোবর ইন্তেকাল করেন। ঢাকার আজিমপুর কবরস্থানে তার পিতার কবরে তাকে সমাহিত করা হয়।
তাঁর জন্মস্থান মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার হাড়িদিয়া গ্রামে। চারণ সাংবাদিক সফিউদ্দিন আহমেদ বাংলাদেশের মফস্বল সাংবাদিকতার পথিকৃৎ। বাংলাদেশের সাংবাদিকদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন।
সফিউদ্দিন আহমেদ স্কুল জীবনে ছাত্র অবস্থায় সাংবাদিকতা শুরু করেন, ছাত্র রাজনীতি করেন, চল্লিশের দশকে তিনি অবিভক্ত ভারতে কংগ্রেসে যোগ দেন।
সাংবাদিক সফি উদ্দিন আহমেদ ১৯৪৩ সালে সাপ্তাহিক জনযুদ্ধ নামক পত্রিকায় কাজ শুরু করেন । ১৯৫২-এর ভাষা আন্দোলনের সময় সফিউদ্দিন আহমেদ ছিলেন ঢাকার জগন্নাথ কলেজের ছাত্র পরিষদের নেতা। জগন্নাথ কলেজ ছাত্র ইউনিয়নের নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া ১৯৬২ সালে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যে ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল, তার সঙ্গে সম্পৃক্তির অভিযোগে অন্যান্য দেশবরেণ্য নেতাদের সঙ্গে তাঁকেও কারাগারে নিক্ষেপ করা হয়।
পাকিস্তান রাজত্বকালে সাধারণ মানুষের দুর্দশা ও সামাজিক অবিচারের বিরুদ্ধে সাংবাদিক হিসেবে তাঁর সাহসী ও বলিষ্ঠ ভূমিকার জন্যে তিনি বেশ কয়েকবার জেল খাটেন দেশের বিভিন্ন জেলার কারাগারে। জেলে থাকাকালীন অবস্থায় কয়েকবার তাঁর ওপর নির্দয় অত্যাচার ও নিপীড়ন-ও হয়।
সফিউদ্দিন গ্রাম ও মফস্বলের সাংবাদিকদের ন্যায্য বেতন, সম্মান ও বিবিধ সুযোগ সুবিধার জন্যে আজীবন লড়ে গিয়েছেন। অকুতোভয় সফিউদ্দিন আহমেদ প্রেস কাউন্সিলের মাধ্যমে এইসব দাবিদাওয়া নিয়ে দিনের পর দিন যুদ্ধ করেছেন।
দেশের নামকরা সব জাতীয় দৈনিকে, যেমন- আজাদ, ইত্তেফাক, সংবাদ, ইত্তেহাদ, মিল্লাত, আমার দেশ, বাংলাদেশ অবজার্ভার, মর্নিং নিউজ ইত্যাদি কাগজে তিনি কাজ করেছেন।
তিনি মুন্সীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিক্রমপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ছিলেন। ১৯৬২ সালে মুন্সিগঞ্জ প্রেস ক্লাব প্রতিষ্ঠা করেন।
বিক্রমপুরের আলোকিত মানুষ ভাষা সৈনিক ও চারন সাংবাদিক সফি উদ্দিন আহমেদের ১৫তম মৃত্যুবার্ষিকীতে বিক্রমপুর খবর এর পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor