বিক্রমপুরের আলোকিত মানুষ ফেরদৌস ওয়াহিদ এর জন্মদিন আজ

0
3
বিক্রমপুরের আলোকিত মানুষ ফেরদৌস ওয়াহিদ এর জন্মদিন আজ

প্রকাশিত : বুধবার ২৬ মার্চ, ২০২৫খ্রিষ্টাব্দ।। ১২ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ (বসন্ত কাল)।। ২৫ রমজান, ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : নিউজ ডেস্ক : বিশিষ্ট সংগীত শিল্পী পপস্টার ফেরদৌস ওয়াহিদের জন্ম আজকে এই দিনে (২৬ মার্চ) বিক্রমপুরের শ্রীনগর উপজেলার দক্ষিণ পাইশা গ্রামে ১৯৫৩ সালে।

ফেরদৌস ওয়াহিদের বাবা ওয়াহিদ উদ্দিন আহমেদ ও মা উম্মে হাবিবা নূরজাহান। ছয় ভাই তিন বোনের মধ্যে তিনি সবার ছোট। তিনি তাঁর কিশোর বয়স কাটিয়েছেন কানাডায়।
ফেরদৌস ১৯৭০ এর দশকে তাঁর কর্মজীবন শুরু করেন। রবীন্দ্রসঙ্গীত শিক্ষার মধ্য দিয়ে শুরু হয় তাঁর গানের যাত্রা।
পরবর্তীতে সঙ্গীতে তালিম নিয়েছেন ওস্তাদ মদনমোহন দাশের কাছে। ক্লাসিকাল গান শেখেন ওস্তাদ ফজলুল হকের কাছে।
তাঁর ছেলে হাবিব ওয়াহিদও একজন পপ গায়ক। ক্যারিয়ার শুরু করার সময় তাঁর কয়েকটি হিট গান আনিস জেড চৌধুরী, লাকী আখন্দ এবং আলম খান সুর করেছিলেন।
এর পর থেকে বর্তমান সময়কাল পর্যন্ত তিনি পরিচালনা ও গান করে যাচ্ছেন। এছাড়াও দেশ বিদেশে গান গেয়ে থাকেন।
সিনেমাতে ফেরদৌস ওয়াহিদ প্রথম প্লেব্যাক করেন দেওয়ান নজরুল পরিচালিত ‘আসামী হাজির’ সিনেমায়। আলম খানের সুরে সাবিনা ইয়াসমিনের সঙ্গে দ্বৈত কন্ঠে ‘আমার পৃথিবী তুমি তোমার পৃথিবী আমি’ গানটি করেন।
অন্যান্য সিনেমায় তাঁর আলোচিত গান হচ্ছে ‘লাভ ইন সিমলা’ ছবিতে ‘ওগো তুমি যে আমার কতো প্রিয়’, ‘অশিক্ষিত’ ছবিতে ‘আমি এক পাহারাদার সাধ্য আছে কার বাবার’, এছাড়াও ‘শোন ওরে ছোট্ট খোকা’, ‘আমি ঘর বাঁধিলাম’ প্রভৃতি গান তাঁকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়।
সিনেমার বাইরে তাঁর গাওয়া আলোচিত গান হচ্ছে ‘মামুনিয়া’, ‘আগে যদি জানতাম’, ‘এমন একটা মা দেনা’। তুমি আমি যখন একা খোকা এছাড়াও তাঁর পনেরোর অধিক একক এলবাম রয়েছে।
তাঁর নির্মিত প্রথম সিনেমা ‘কুসুমপুরের গল্প’তে তিনি নিজে অভিনয় করেন।
১৯৯৮ সালে আবুল হোসেন খোকন পরিচালিত ‘ভয়ঙ্কর বদমাশ’ সিনেমাতে প্রথমবারের মতো নায়ক চরিত্রে অভিনয় করেন ফেরদৌস ওয়াহিদ। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন ববিতা।
২০০৪ সালে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। নির্মাণ করেন ‘ডেঞ্জারম্যান’ নামের একটি টেলিফিল্ম। এরপর ‘দুরন্ত অভিযান’, ‘কয়েদি’ নামে দুটি অ্যাকশন ও অ্যাডভেঞ্চারধর্মী টেলিফিল্ম নির্মাণ করেন।
বিক্রমপুর খবর এর পক্ষ জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পাশাপাশি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
মুর্শিদাবাদের মেয়ে রোকসানার সঙ্গে ফেরদৌস ওয়াহিদের বিয়ে হয় ১৯৭৭ সালের ৪ এপ্রিল। ফেরদৌস ওয়াহিদের ছেলে হাবিব বাংলাদেশের একজন খ্যাতিমান সংগীতশিল্পী ও সংগীত পরিচালক। সন্তানের জন্যও তিনি গর্বিত।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন