বিক্রমপুরের আলোকিত মানুষ কৌতুক অভিনেতা টেলি সামাদের জন্মদিন আজ

0
1
বিক্রমপুরের আলোকিত মানুষ কৌতুক অভিনেতা টেলি সামাদের জন্মদিন আজ

প্রকাশিত : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, খ্রিষ্টাব্দ।। ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ(শীতকাল)।। ৭ রজব, ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের অত্যন্ত শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক বিক্রমপুরের আলোকিত মানুষ কৌতুক অভিনেতা টেলি সামাদের জন্মদিন আজ।

১৯৪৫ সালের ৮ জানুয়ারি মুন্সীগঞ্জের (তৎকালীন বিক্রমপুর) নয়াগাঁও এলাকায় এই অভিনেতা জন্মগ্রহণ করেন। তার আসল নাম আবদুস সামাদ। তবে দর্শকদের কাছে ‘টেলি সামাদ’ নামেই তিনি অধিক পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করা এই মানুষটি ১৯৭৩ সালে নজরুল ইসলামের ‘কার বউ’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় যাত্রা শুরু করেন।
টেলিসামাদ চলচ্চিত্র ছাড়াও টেলিভিশন ও মঞ্চ নাটকেও অভিনয় করেন। এছাড়া তিনি গায়ক ও সঙ্গীত পরিচালকও ছিলেন। বাংলাদেশ টেলিভিশনের ক্যামেরাম্যান মোস্তফা মামুন তার ডাকনাম দিয়েছিলেন টেলিসামাদ। এরপর থেকে তিনি এ নামেই পরিচিত হন।

নয়নমনি ও পায়ে চলার পথ’র মতো চলচ্চিত্রের মাধ্যমে তিনি দর্শকপ্রিয়তা পান। ‘মনা পাগলা’ চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনার পাশাপাশি ৫০টির মতো চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন।

অভিনয়জীবনে চার দশকে ছয়শোর মতো চলচ্চিত্রে তিনি অভিনয় করেন। ২০১৫ সালে তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র জিরো ডিগ্রী মুক্তি পায়। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে তার বাইপাস সার্জারি করা হয়। ২০১৮ সালের শেষদিকে তার রক্তে লোহিত রক্তকণিকার স্বল্পতা দেখা দেয়।

এছাড়া টেলি সামাদের খাদ্যনালিতে সমস্যার পাশাপাশি বুকে ইনফেকশন ও ডায়াবেটিস ছিল। টেলি সামাদ ২০১৯ সালের ৬ এপ্রিল দুপুরে অসুস্থতাজনিত কারণে ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর- আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন- বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন