প্রকাশিত: শুক্রবার,১৫ জানুয়ারি ২০২১ইং।। ১লা মাঘ ১৪২৭ বঙ্গাব্দ(শীতকাল)।।৩০শে জমাদিউল-আউয়াল,১৪৪২হিজরী
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাওয়া জো বাইডেনের হোয়াইট হাউস প্রশাসনে প্রথম বাংলাদেশী-আমেরিকান হিসেবে নিয়োগ পাচ্ছেন জেইন সিদ্দিক। হোয়াইট হাউসের ডেপুটি চীফ অব স্টাফের সিনিয়র এ্যাডভাইজার পদে তার নাম ঘোষণা করা হয়েছে। খবর বিডিনিউজের।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার প্রেসিডেন্ট নির্বাচিত বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমলা হ্যারিস হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে আরও কয়েকজনের সঙ্গে জেইনের নাম ঘোষণা করেন। তার এই নিয়োগকে স্বাগত জানিয়েছেন বাইডেন-কমলা হ্যারিসের ট্র্যাঞ্জিশন টিমের সাউথ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরামর্শক ওসমান সিদ্দিক।
যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ওসমান সিদ্দিক বৃহস্পতিবার সকালে বলেন, ‘জেইন অত্যন্ত মেধাবী একজন মানুষ। দীর্ঘদিন যুক্তরাষ্ট্র প্রশাসনের বিভিন্ন দায়িত্বে তার প্রমাণ দিয়েছেন।’
তার এই নিয়োগকে বাংলাদেশী-আমেরিকানদের জন্য ‘বড় একটি সুসংবাদ’ বলে বর্ণনা করেন তিনি। বাইডেন-কমলা ট্রাঞ্জিশন টিমে অভ্যন্তরীণ ও অর্থনৈতিক টিমের চীফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন জেইন।
গত বছর কমলা হ্যারিসের ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্কের প্রস্তুতি টিমের সদস্য ছিলেন তিনি। তার আগে বেটো ও’ রোরকের প্রেসিডেন্সিয়াল প্রচার দলের ডেপুটি পলিসি ডিরেক্টর ছিলেন। তার সিনেট ক্যাম্পেন টিমেরও সিনিয়র পলিসি এ্যাডভাইজার ছিলেন প্রিন্সটন ইউনিভার্সিটি ও ইয়েল ল স্কুল থেকে উচ্চতর ডিগ্রী নেয়া জেইন।
নিউইয়র্কে বেড়ে ওঠা জেইনের কর্মজীবনের শুরু ইউএস সুপ্রীমকোর্টের জজ এলেনা কাগান এবং ইউএস কোর্ট অব আপীলের জজ ডেভিড ট্যাটেলের সঙ্গে কাজের মধ্য দিয়ে। জেইন খ্যাতনামা ল ফার্ম ওরিক হেরিংটন এ্যান্ড সাটক্লিফ এলএলপিতেও এ্যাসোসিয়েট হিসেবে কাজ করেছেন।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email bikrampurkhobor@gmail.com