বাংলাদেশেই গাড়ি বানাবে মিতসুবিশি,বিনিয়োগ ১০০ মিলিয়ন

0
26

প্রকাশিত: রবিবার,১৯মে ২০১৯।৫ই জ্যৈষ্ঠ ১৪২৬ বঙ্গাব্দ। ১৩ রমজান ১৪৪০ হিজরি।

বিক্রমপুর খবর:অনলাইন ডেস্ক : বাংলাদেশে গাড়ি উৎপাদনের কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জাপানের বিশ্ববিখ্যাত কোম্পানি মিতসুবিশি মোটরস কোম্পানি। এ বিষয়ে ইতোমধ্যে বাংলাদেশ সরকারের কাছে প্রয়োজনীয় সহায়তাও চেয়েছে কোম্পানিটি। চট্টগ্রামের মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চল জোনে এ কারখানা স্থাপন করা হবে। প্রাথমিক পর্যায়ে কোম্পানিটি প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছে।

গত ১৬ মে,বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে এক বৈঠক শেষে মিতসুবিশি মোটরস কোম্পানির ভাইস প্রেসিডেন্ট রায়োজিরো কোবাসি এসব তথ্য জানান। খবর বাসসের।

বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) আমন্ত্রণে কোম্পানিটির ৫ সদস্যের এই প্রতিনিধি দলটি বাংলাদেশ সফরে আসেন।

মিতসুবিশি মোটরস কোম্পানির প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশে বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে। বিনিয়োগকারী প্রতিষ্ঠান কখনও প্রয়োজন মনে করলে পুরো মূলধন ও লাভ ফিরিয়ে নিতে পারবেন।

এ সময় রায়োজিরো কোবাসি জানান, প্রস্তাবিত কয়েকটি স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন শেষে মিরেরসরাইকে নির্বাচন করা হয়েছে। এখানে প্রাথমিকভাবে গাড়ি সংযোজন করা হলেও পর্যায়ক্রমে গাড়ি তৈরির সকল কাজ বাংলাদেশেই সম্পন্ন করতে চান তারা।

প্রাথমিক পর্যায়ে কোম্পানিটি প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে বলেও ঘোষণা দেন রায়োজিরো কোবাসি।

বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত ছিলেন।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন