বাংলাদেশিদের নতুন শ্রম বাজার উজবেকিস্তান

0
7
প্রথমবারের মতো উজবেকিস্তান এয়ারে দেশটিতে গেল বাংলাদেশিরা

প্রকাশিত:রবিবার,৮ নভেম্বর ২০২০ইং ।। ২৩শে কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ২১শে রবিউল আউয়াল,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : বাংলাদেশিদের জন্য নতুন শ্রম বাজার হিসেবে আবির্ভূত হলো মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান। প্রথমবারের মতো শনিবার দেশটিতে দুই শতাধিক শ্রমিক গেছেন। আগামীতে ধাপে ধাপে আরো শ্রমিক পাঠানো হবে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট্র সূত্রে জানা যায়, ২৩৯ জন শ্রমিক নিয়ে উজবেকিস্তান এয়ারের একটি বিশেষ ফ্লাইট শনিবার সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান।

bangladeshi worker
বাংলাদেশি শ্রমিক, ফাইল ছবি

উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, উজবেকিস্তানে দক্ষ কর্মী রপ্তানির প্রক্রিয়া শুরু হয়েছে। এরই অংশ হিসেবে শনিবার ২৩৯ জন শ্রমিক পাঠানো হয়েছে। পর পর তিনটি বিশেষ ফ্লাইটে চারটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মোট ৮৮৮ জন কর্মী দেশটিতে পাঠানো হবে।

তিনি আরো জানান, উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ থেকে প্রায় সাড় শ কিলোমিটার দূরে কারশিতে বাংলাদশি কর্মীরা ইন্টার ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কাজ করবেন।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন এই শ্রম বাজারকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন বৈদেশিক শ্রম বাজার বিশেষজ্ঞরা। উজবেকিস্তানে দক্ষ শ্রমিক রপ্তানি বাংলাদেশের অর্থনীতিতে নতুন বার্তা নিয়ে আসবে বলেও মনে করছেন তারা।

নিউজটি শেয়ার করুন .. ..

‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন