বাংলাতেও হবে আরাফাতে হজের খুতবা

0
20
বাংলাতেও হবে আরাফাতে হজের খুতবা

প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই ২০২০ইং ।। ১০ই শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : প্রতি বছর আরাফার ময়দানে ৯ জ্বিলহজ হজের খুতবা অনুষ্ঠিত হয়। সাধারণত আরবি ভাষাতেই এই খুতবা অনুষ্ঠিত হয়ে থাকে। তবে গত বছর পাঁচটি ভাষায় এ খুতবার অনুবাদ প্রচারিত হয়েছিল। চলতি বছর বাংলা-সহ আরও পাঁচটি ভাষায় মানে ১০ টি ভাষঅয় প্রচারিত হবে হজের খুতবা।

গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর জেনারেল অ্যাফেয়ার্সের চেয়ারম্যান ড. আব্দুল রহমান বিন আব্দুল আজিজ আল সুদাইস জানিয়েছেন, বহুল চাহিদার ভিত্তিতে এবছর আরাফার হজের খুতবা ১০টি ভাষায় অনুবাদের সিদ্ধান্ত হয়েছে। যে ১০ ভাষায় অনুদিত হবে—

০১. ইংলিশ
০২. মালাই
০৩. উর্দু
০৪. ফার্সি
০৫. ফ্রেঞ্চ
০৬. চাইনিজ
০৭. তুর্কিশ
০৮. রাশিয়ান
০৯. হাউসা ও
১০. বাংলা
ফাইল ফটো-হজের খুতবা দিচ্ছেন সৌদি আরবের সর্বোচ্চ মুফতি শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখ।
দৃষ্টিশক্তিহীন এ ইমাম তুলে ধরেন মুসলিম বিশ্বের বর্তমান পরিস্থিতি ও কোরআন-হাদিসের আলোকে করণীয় দিকনির্দেশনা। মসজিদে নেমরা থেকে খুতবার শব্দ গোটা আরাফাতে শোনা না গেলে মুসল্লিরা রেডিও এবং টিভির মাধ্যমে শুনেন গুরুত্বপূর্ণ এ খুতবা। 

চলতি বছর করোনা মহামারির কারণে বিপাকে পড়েছে সৌদি। আগের মতো বিশাল পরিসরে এবার হজের আনুষ্ঠানিকতা হচ্ছে না। পূর্ব ঘোষণা অনুযায়ী, এক সপ্তাহ আগে অর্থাৎ ১৯ জুলাই থেকে হজে অংশগ্রহণকারীদের আইসোলেশনের মাধ্যমে এবারের হজের কার্যক্রম শুরু হওয়ার কথা জানায় সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

এক টুইট বার্তায় জানানো হয় যে, স্বাস্থ্যবিধি অনুযায়ী এবার বিশেষ শর্তে মুসল্লিদের হজ পালনের সুযোগ দেয়া হয়েছে। হজ শুরুর আগে হজে অংশগ্রহণকারী প্রটোকল অনুযায়ী ৭ দিনের আইসোলেশনে রয়েছেন।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত ২২ জুন এক ঘোষণায় সৌদি কর্তৃপক্ষ জানায়, দেশটি বসবাসকারী সব দেশের নাগরিকদের এবারের হজে সীমিত আকারে অংশগ্রহণের অনুমতি দেবে।

মহামারি করোনা ভাইরাস যেন হজের সময় কারও মধ্যে না ছড়ায় সে লক্ষ্যে বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি বিনা অনুমতিতে মক্কা ও এর আশপাশের এলাকায় প্রবেশের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।     সূত্র : গালফ নিউজ

নিউজটি শেয়ার করুন .. ..        

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন