বন্যায় কেড়ে নিয়েছে বিক্রমপুরের মানুষের ঈদ আনন্দ!

0
54
বন্যায় কেড়ে নিয়েছে বিক্রমপুরের মানুষের ঈদ আনন্দ!

প্রকাশিত : শুক্রবার,৩১ জুলাই ২০২০ইং ।। ১৬ই শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :  লৌহজং, টংগিবাড়ী, শ্রীনগর ও মুন্সীগঞ্জ সদর উপজেলার প্রতিদিন নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। দীর্ঘদিন ধরে নদী তীরবর্তী ২০০ গ্রামের মানুষ পানিবন্দি।

পদ্মার পানি বৃদ্ধির ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

দক্ষিন মেদেনিমন্ডল বাড়ির উঠানে বন্যার পানি

চারিদিকে বন্যার পানি। কাজকর্ম বন্ধ হয়ে গেছে বহু মানুষের। বসতবাড়িতে পানি ওঠায় অনেকেই খুঁজছেন নতুন থাকার জায়গা। জমি ভাড়া নিয়ে থাকছেন কেউ কেউ।

অথবা উঠেছেন আত্মীয়দের বাড়িতে। আবার অনেকে ভিটে না ছেড়ে ঝুঁকি নিয়ে পানিবন্দি হয়ে বসবাস করছেন।

করোনা ভাইরাস ও বন্যা পরিস্থিতে অসহায় এই অঞ্চলের মানুষ। ঘরের ভিতরে পানি। তীব্র স্রোতের কারণে ভাঙনের ঝুঁকিতে হাজারো বাড়ি।

বেজগাঁও এলাকায় -ঘরের দরজার সামনে বসে মাটির চুলায় রান্না করছেন শিউলি বেগম

খাদ্য সংকট ও বিশুদ্ধ খাবার পানির খোঁজে ব্যস্ত এখানকার মানুষগুলোর কাছে এবারের ঈদ আর পাঁচটা দিনের মতোই। নেই উৎসবের আলাদা আমেজ, নেই কোনো আনন্দ।

বাড়ির চারপাশে শুকনো জায়গা না থাকায় পশু কোরবানি দেয়া নিয়েও পড়েছেন বিপাকে।

নাগের হাটে আশ্রয় নিয়েছে নদী ভাঙ্গা পরিবার

নিউজটি শেয়ার করুন .. ..         

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন