প্রকাশিত: শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০ইং ।। ৪ঠা পৌষ ১৪২৭ বঙ্গাব্দ (শীতকাল)। ৩রা জমাদিউল-আউয়াল,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : চিনিকল বন্ধ না করে এই শিল্পের আধুনিকায়ন দাবি করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। সংগঠনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাজধানীতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এই দাবি জানানো হয়েছে।
একইসঙ্গে বন্ধ চিনিকলসমূহ চালু এবং পাটকল-চিনিকলসহ রাষ্ট্রীয় সম্পদ বিরাষ্ট্রীয়করণ বন্ধের দাবি জানানো হয়।
আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাজেকুজ্জামান রতন। বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, সংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন, কোষাধ্যক্ষ জুলফিকার আলী, প্রচার সম্পাদক আবু নাঈম খান বিপ্লব, সাংস্কৃতিক সম্পাদক সেলিম মাহমুদ, সদস্য রতন মিয়া প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকার একের পর এক কৃষিভিত্তিক ভারী শিল্পগুলো বন্ধ করে দিচ্ছে। রাষ্ট্রীয় পাটকলের পর চিনিকল বন্ধের ফরমান জারি করা হয়েছে। এজন্য পরিকল্পিতভাবে প্রথমে এগুলোকে দুর্বল করা হয়েছে। লোকসানের অজুহাতে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) লোকসানের বোঝা কমাতে প্রাথমিকভাবে ছয়টি চিনিকল বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করেছে। লোকসানের দায় চিনিকল শ্রমিক ও আখচাষির ওপর চাপানো হয়েছে।
নেতৃবৃন্দ আরো বলেন, চিনিকলগুলোর লোকসানের দায় সরকার ও বিএসএফআইসি’র। দুর্নীতি, ভুলনীতি, লুটপাট ও রাষ্ট্রীয় সম্পদ গুটিকয়েক ব্যক্তির হাতে তুলে দেওয়ার নীতির কারলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এখানে শ্রমিক ও আখ চাষিদের বলিরপাঠা বানানো হচ্ছে।
নেতৃবৃন্দ রাষ্ট্রীয় উদ্যোগে লুণ্ঠনের বিরুদ্ধে আখচাষি, চিনিকল-পাটকল শ্রমিকসহ দেশবাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’