পীরগঞ্জে তুচ্ছ ঘটনায় এক শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

0
3
পীরগঞ্জে তুচ্ছ ঘটনায় এক শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ইং।। ২৯শে আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ (বর্ষাকাল)।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তুচ্ছ ঘটনায় এক শিশুকে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। গত শুক্রবার (৯ জুলাই) দুপুরে পীরগঞ্জ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পিটুনিতে আহত শিশুর নাম জুয়েল রানা। সে দৌলতপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামের দিনমজুর মনিরউদ্দীনের ছেলে। সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ে সে। জুয়েলকে সোমবার রাত ১১টায় হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার মল্লিকপুর গ্রামে তামলাই দিঘির মাছ মারা শেষ হলে কাদা মাটিতে কয়েকজন শিশুসহ মাছ কুড়ানোর জন্য শিশু জুয়েল যায়। এসময় দিঘির পাশে বসবাসকারী রমজান আলী বাসু তাদের বাধা দেয়। কিন্তু শিশুরা তার কথা না শুনেলে রমজান তাদের ধাওয়া করলে ধরা পরে জুয়েল। পরে ওই দিঘি পাড়ে জনৈক জহিরুল ইসলামের বাড়ির পাশে তাকে রশি দিয়ে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। এ নির্যাতনের ঘটনার ছবি মঙ্গলবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় মঙ্গলবার রমজান আলী বাসুকে আসামি করে পীরগঞ্জ থানায় মামলা করে জুয়েলের বাবা মনির উদ্দিন।

 

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।        

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন