প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০ইং ।। ১৫ই শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি মুর্যাল “হিমালয়”র শুভ উদ্বোধন করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে এই মুর্যাল উদ্বোধন করা হয়। এরপর স্থাণীয় এমপিসহ অতিথিবৃন্দ বঙ্গবন্ধুর মুর্যাল প্রাঙ্গনে ফুলের তোড়া দিয়ে শ্রুদ্ধা নিবেদন করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সার্বিক সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি মুর্যাল “হিমালয়” নির্মাণ কাজটি বাস্তবায়ন করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রনালয়। আর নকশা চুড়ান্তে সহযোগিতা করেন ভাস্কর অলি মাহমুদ।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে এই মুর্যাল উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ ওসমান গণি তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মুঃ রাসেদুজ্জামান, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রশিদ শিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলামসহ লৌহজং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও সম্মানীত ব্যক্তিবর্গ।
নিউজটি শেয়ার করুন .. ..