ফতুল্লা থেকে ছিনতাই হওয়া কভার্ডভ্যান লৌহজংয়ে উদ্ধার, আটক-৩

0
1
ফতুল্লা থেকে ছিনতাই হওয়া কভার্ডভ্যান লৌহজংয়ে উদ্ধার, আটক-৩

প্রকাশিত : শুক্রবার ৭ মার্চ, ২০২৫, খ্রিষ্টাব্দ।। ২২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ( বসন্ত কাল)।। ০৬ রমজান, ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : নারায়নগঞ্জের ফতুল্লা থেকে ছিনতাই হওয়া ২৭০০ কেজি গার্মেন্টসের সুতাবোঝাই কাভার্ডভ্যান নিয়ে পালানোর সময় মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার হলদিয়া এলাকায় গাছের সাথে ধাক্কা খেয়ে স্থানীয় লোকজনের কাছে ধরা পড়েছেন। খবর পেয়ে কাভার্ডভ্যানসহ ৩ ব্যক্তিকে আটক করেছে লৌহজং থানা পুলিশ।

বৃহস্পতিবার (৬ মার্চ) ভোর ৬টার দিকে লৌহজংয়ের হলদিয়া এলাকায় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বটগাছের সাথে ধাক্কা খায় একটি কাভার্ডভ্যান। এসময় ক্ষতিগ্রস্থ হয় বৈদ্যুতিক মিটার। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা বাহনটিকে আটক করে পুলিশে খবর দেয়। আটককৃতরা হচ্ছেন- আব্দুর রহমান, মো. মনির গাজী ও আকাশ শেখ।

লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে কাভার্ডভ্যানটি ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন।

ফতুল্লা থানা পুলিশের বরাতে লৌহজং থানার ওসি বলেন, বুধবার রাতে গাজিপুরের শ্রীপুর থেকে ২৭০০ কেজি সূতাবোঝাই কাভার্ডভ্যানটি নিয়ে চালক ফতুল্লা এলাকায় আসেন। এসময় তিনি বিশ্রামের জন্য বাড়িতে গেলে এই চক্রটি কাভার্ডভ্যানটি চুরি করে চালিয়ে নিয়ে রওনা হয়। পথে লৌহজংয়ে দুর্ঘটনার কবলে পড়ে তারা ধরা পড়ে।

ওসি আরও জানান, এ ঘটনায় ফতুল্লা থানায় চুরির মামলা দায়ের শেষে আটককৃতদের হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর।
আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন