প্রকাশিত: রবিবার,১১ জুলাই ২০২১ইং।। ২৭শে আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ (বর্ষাকাল)।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণির ৩৭ হাজার ৬৭২টি পদ সংরক্ষণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এই পদগুলোর মধ্যে যেসব পদ শূন্য হয়েছে বা হবে সেসব পদে বদলি বা অন্য কোনওভাবে পূরণ করা যাবে না।
গত ৩০ জুন স্বাক্ষরিত অফিস আদেশটি দেশের সব জেলা শিক্ষা অফিসারের কাছে পাঠানো হয়।
রবিবার (১১ জুলাই) প্রকাশিত ওই অফিস আদেশে আগামী ২০ জুলাইয়ের মধ্যে নির্ধারিত ছকে তথ্য পাঠাতে বলা হয়েছে।
নির্ধারিত ছকে জেলা ও উপজেলার নাম, বিদ্যালয়ের নাম, শিক্ষকের নাম ও পদবি, কর্মরত শিক্ষকের সংখ্যা, শূন্য পদের সংখ্যা, কী কারণে কোন তারিখ থেকে পদ শূন্য রয়েছে তারও তথ্য চাওয়া হয়।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।