পাকিস্তানি তীর্থযাত্রীদের ভিসা দিলো না ভারত!

0
28

প্রকাশিত:বুধবার,৬মার্চ ২০১৯। 

বিক্রমপুর খবর: অনলাইন ডেস্ক: ভারতের রাজস্থানে অবস্থিত খাজা মইনুদ্দীন চিশতীর দরগাহ আজমির শরীফে অনুষ্ঠিত হতে যাওয়া ওরশে যোগ দিতে আগ্রহী পাকিস্তানি নাগরিকদের ভিসা দিতে অপারগতা জানিয়েছে ভারত। সোমবার (৪ মার্চ) দেশটিতে অবস্থিত ভারতীয় হাইকমিশন এ অপারগতা প্রকাশ করে বলে জানিয়েছে পাকিস্তানের ধর্মমন্ত্রণালয়।

পাকিস্তানের ধর্মমন্ত্রী পীর নুরুল হক কাদরি এক বিবৃতিতে জানান, প্রতিবেশী দেশ ভারতে ৭ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ওরশে অংশ নিতে চেয়েছিলেন ৫০০ পাকিস্তানি নাগরিক। তবে ওই নাগরিকদের ভিসা দিতে রাজি হয়নি ভারত।

ভারতীয় দূতাবাস থেকে এ তথ্য পাওয়ার পর মন্ত্রণালয় থেকে আগ্রহী ওই তীর্থযাত্রীদের এসএমসের মাধ্যমে এই তথ্য এরইমধ্যে জানিয়ে দেয়া হয়েছে বলেও জানান নুরুল হক। ভারতের এ সিদ্ধান্তের তুমুল সমালোচনাও করেছেন এই মন্ত্রী।

অন্যদিকে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া বৈশাখী মেলায় অংশ নিতে আগ্রহী ৩ হাজার ভারতীয় শিখ ধর্মাবলম্বীদের ফেব্রুয়ারির ২৫ তারিখে ভিসা দিয়েছে পাকিস্তান।

এছাড়া চলতি বছর মোট ৫ হাজার ৬০০ শিখ ও ৩১২ জন হিন্দু তীর্থযাত্রীকে ভিসা দিয়েছে পাকিস্তান।


সূত্র- সংগৃহীত/ অনলাইন ডেস্ক

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন