পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা রুট ট্রেনের ভাড়া ও সময়সূচি প্রকাশ

0
0
পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা রুট ট্রেনের ভাড়া ও সময়সূচি প্রকাশ

প্রকাশিত : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, খ্রিষ্টাব্দ।। ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ(হেমন্তকাল)।।১৮ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : শ্রীনগর প্রতিনিধি : অনলাইন ডেস্ক :

পদ্মা সেতু হয়ে নতুন রেলপথ ধরে খুলনায় রেল চলাচল শুরু হবে আগামী ২৪ ডিসেম্বর। রাজধানী থেকে কাশিয়ানী জংশন হয়ে খুলনা ও বেনাপোল রুটে নতুন দুই জোড়া যাত্রীবাহী ট্রেন চলবে। রেল কর্তৃপক্ষ বলছে, নতুন রেলপথ নির্মাণের ফলে ঢাকা-খুলনার দূরত্ব ২১২ কিলোমিটার কমে গেছে। এ পথে ঢাকা থেকে খুলনা বা বেনাপোলে যাওয়া যাবে মাত্র পৌনে চার ঘণ্টায়। যমুনা সেতু হয়ে যাতায়াতে সময় লাগে সাড়ে ৯ ঘণ্টা।
জানা যায়, পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা-খুলনা ও বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে নতুন এক জোড়া করে মোট দুই জোড়া ট্রেন চলবে। দুই জোড়া ট্রেনই গোপালগঞ্জের কাশিয়ানী জংশন হয়ে চলাচল করবে। ইতোমধ্যে ট্রেনগুলোর চলাচলের সময়সূচি ও ভাড়া প্রকাশ করেছে রেলওয়ে বিভাগ।
বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৪ ডিসেম্বর থেকে খুলনা-ঢাকা-খুলনা রুটে এক জোড়া এবং বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে এক জোড়া নতুন আন্তঃনগর ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেন সিডিউল অনুযায়ী, সকাল ৬টায় খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস নাম নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। সকাল পৌনে ১০টায় ঢাকায় পৌঁছাবে। সকাল পৌনে ১১টায় ঢাকা থেকে রূপসী বাংলা এক্সপ্রেস নামে বেনাপোলের উদ্দেশে যাত্রা করবে। যশোর জংশন হয়ে দুপুর আড়াইটায় বেনাপোলে পৌঁছাবে।
রূপসী বাংলা এক্সপ্রেস বিকেল সাড়ে তিনটায় বেনাপোল থেকে যাত্রা করে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। এরপর ট্রেনটি জাহানাবাদ এক্সপ্রেস নাম নিয়ে ঢাকা থেকে রাত ৮টায় যাত্রা করে রাত ১১টা ৪০ মিনিটে খুলনায় পৌঁছাবে। রূপসী বাংলা এক্সপ্রেস যাত্রাবিরতি করবে (আপ ও ডাউন) যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন, ভাঙ্গা জংশনে এবং জাহানাবাদ এক্সপ্রেস যাত্রাবিরতি করবে নওয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশনে। সোমবার বন্ধ থাকবে ট্রেনে। ট্রেনে আসন সংখ্যা ৭৬৮টি। সিডিউল অনুযায়ী, ঢাকা থেকে বেনাপোলে পৌঁছানোর সময় নির্ধারণ করা হয়েছে পৌনে ৪ ঘণ্টা।

এদিকে খুলনা-ঢাকার নতুন রুটের ট্রেনের ভাড়াও নির্ধারণ করেছে রেলওয়ে বিভাগ। যদিও শুধু মূল ভাড়া প্রকাশ করা হয়েছে। ভ্যাটসহ চূড়ান্ত ভাড়া এখনো প্রকাশ করা হয়নি।

২৪ তারিখ উদ্ভোধন হওয়া ট্রেন সমূহের বিস্তারিত সময়সূচী :
৮২৫ জাহানাবাদ এক্সপ্রেস
খুলনা ছাড়ে-০৬:০০
নোয়াপাড়া-০৬:৩৩/০৬:৩৬
সিঙ্গিয়া জং-০৬৫১/০৬৫৩
নড়াইল-০৭:১৩/০৭:১৫
লোহাগড়া-০৭:২৯/০৭:৩১
কাশিয়ানী জং-০৭:৪১/০৭:৪৪
ভাঙ্গা জং-০৮:১৩/০৮:১৬
ঢাকা পৌছে-০৯:৪৫
৮২৬ জাহানাবাদ এক্সপ্রেস
ঢাকা ছাড়ে-২০:০০
ভাঙ্গা জং-২১:০৩/২১:০৬
কাশিয়ানী জং-২১:৩৪/২১:৩৭
লোহগড়া-২১:৪৮/২১:৫০
নড়াইল-২২:০৩/২২:০৬
সিঙ্গিয়া জং-২২:৩৪/২২:৪০(X৭২৫)
নোয়াপাড়া -২২:৫৪/২২:৫৬
খুলনা পৌছে-২৩:৪৫
________________________________________
৮২৭ রূপসী বাংলা এক্সপ্রেস
বেনাপোল ছাড়ে-১৫:২৫
যশোর জং-১৫:১২/১৫:১৫
নড়াইল-১৬:৪৩/১৬:৪৬
কাশিয়ানী জং-১৭:০৭/১৭:১০
ভাঙ্গা জং-১৭:৪৩/১৭:৪৬
ঢাকা পৌছে-১৯:০০
৮২৮ রূপসী বাংলা এক্সপ্রেস
ঢাকা ছাড়ে-১০:৪৫
ভাঙ্গা জং-১১:৪৭/১১:৫০
কাশিয়ানী জং-১২:১৯/১২:২২
নড়াইল-১২:৪২/১২৪৫
যশোর জং-১৩:১৪/১৩:১৭
বেনাপোল পৌছে:১৪:২৫

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন