প্রকাশিত :মঙ্গলবার,৩০জুন ২০২০ইং ।। ১৬ই আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : পদ্মা সেতুর ৩২তম স্প্যানটি বসবে মাওয়া প্রান্তে ৪ ও ৫ নম্বর পিলারের ওপর। এটি বসানোর সব প্রস্তুতিও শেষ। তবে নদীর তীব্র স্রোতের কারণে এটি নির্ধারিত সময়ে বসানো যাচ্ছে না।
পদ্মা নদীর স্রোতের বেগ বর্তমানে ২.২ মিটার/সেকেন্ড এর বেশি। স্রোতের গতিবেগ ২.০০ মি/সে.- এর কম হলেই ক্রেন তিয়ান ই চলতে পারবে এবং স্প্যানটি স্থাপন করা যাবে।
তবে স্প্যান বসানো না গেলেও পদ্মা সেতুর উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হবে না। অন্যান্য কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। স্রোত হ্রাস পেলে দ্রুত একাধিক স্প্যান বসানো হবে। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরের মধ্যে সবগুলো স্প্যান বসানোর কাজ শেষ হবে।
৩২তম স্প্যানটি সম্পূর্ণ প্রস্তুত হয়ে বসে রয়েছে নদীর ধারে। একে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ক্রেন তিয়ান ই। এখন শুধু অপেক্ষা পদ্মা নদীর স্রোত কমার।
মাওয়া ওয়ার্কশপে আরো চারটি স্প্যানের প্রস্তুতি চলছে দ্রুত গতিতে। তবে বর্ষায় আবহাওয়া শুষ্ক না থাকার কারণে স্প্যানগুলোর রং শুকাতে সময় বেশি লাগছে।
মাওয়া প্রান্তে ৫, ৬ ও ৭ নম্বর পিলারের ওপর স্প্যান বসেছে আগেই। এই দুই স্প্যানের দু’পাশে বাকি স্প্যানগুলো বসে গেলেই স্বপ্নের পদ্মা সেতুর ৬ দশমিক ১৫ কিলোমিটার দৃশ্যমান হবে।
গত ১০ জুন জাজিরা প্রান্তে ২৫ ও ২৬ নম্বর পিলারের ওপর বসানো হয় ৩১তম স্প্যান। জাজিরা প্রান্তের ২০টির মধ্যে ঐ স্প্যানটি ছিল শেষ স্প্যান। এতে বসে যাওয়া ৩১তম স্প্যানের মধ্যে ২৯টি স্প্যান একসঙ্গে যুক্ত হয়।
চলতি বছর এই সেতুর ১১টি স্প্যান বসানো হয়েছে। এর মধ্যে সারা দেশে সাধারণ ছুটির মধ্যে ২৭ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত ৪টি স্প্যান বসানো হয়েছে। আর লকডাউন উঠে যাওয়ার পর ১০ জুনের স্প্যানটিসহ করোনা দুর্যোগের মধ্যেও সেতুর মোট ৫টি স্প্যান বসানো হয়।
নিউজটি শেয়ার করুন .. ..