প্রকাশিত : শনিবার, ৩০মে ২০২০ ইং ।। ১৬ই জ্যৈস্ঠ ১৪২৭ বঙ্গাব্দ।।
বিক্রমপুর খবর : স্টাফ রিপোর্টার মাওয়া থেকে : পদ্মা সেতুর ৩০তম স্প্যান পিলারের ওপর বসানো হয়েছে আজ শনিবার (৩০ মে) সকাল ৯:৩৫ মিনিটে। আবহাওয়াসহ সব কিছু অনুকূলে থাকায় আজ যথাসময়ে স্প্যানটি জাজিরা প্রান্তের ২৬ ও ২৭ নম্বর খুঁটির ওপর স্থাপন করা সম্ভব হয়।
আগেই ৩০তম স্প্যানটি ভাসমান ক্রেনে নিয়ে যাওয়া হয় জাজিরা প্রান্তের ২৬ ও ২৭ নং পিলারের কাছে। ৩০তম স্প্যান বসানোর মাধ্যমে পদ্মা সেতুর সাড়ে চার কিলোমিটার দৃশ্যমান হলো। বাকি থাকলো দেড় কিলোমিটারের সামান্য বেশি বা ১১টি স্প্যান।
৩০তম স্প্যানটি বসানোর পর ৩১তম স্প্যান বর্ষা মৌসুমের আগেই খুঁটির ওপর বসানোর পরিকল্পনা রয়েছে। ৩১তম স্প্যানটি বসে গেলে জাজিরা প্রান্তের সব কয়টি স্প্যান বসানো হয়ে যাবে। শুধু মাওয়া প্রান্তে বাকি থাকবে ১০টি স্প্যান বসানোর কাজ। খুব দ্রুত তাও সম্পন্ন করতে আশাবাদী সেতু কর্তৃপক্ষ।
নিউজটি শেয়ার করুন .. ..