পদ্মা সেতুর টোলের হার নির্ধারণের খবরটি অপ্রপচার ও গুজব

0
7
পদ্মা সেতুর টোলের হার নির্ধারণের খবরটি অপ্রপচার ও গুজব

প্রকাশিত: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০ইং ।। ৩০শে অগ্রাহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)। ২৯শে রবিউস-সানি,১৪৪২ হিজরী।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :  পদ্মা সেতুর টোল এখনো চূড়ান্ত হয়নি। টোলের হার নির্ধারণের যে বিষয়টি প্রচার হচ্ছে, সেটি আসলে অপপ্রচার এবং গুজব বলে জানিয়েছে সেতু বিভাগ। আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পদ্মা বহুমুখী সেতুর টোল হার নিয়ে যে অপপ্রচার চলছে, তা সেতু বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছে। টোলের হার নির্ধারণের বিষয়টি অপপ্রচার এবং গুজব। পদ্মা বহুমুখী সেতুর টোল হার এখনো চূড়ান্ত হয়নি।

এতে আরো বলা হয়, টোলের হার নির্ধারণ করার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে পরে টোলের হার নির্ধারণের পদক্ষেপ নেওয়া হবে। টোলের হার নির্ধারিত হলে জনগণকে অবহিত করা হবে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সেতু বিভাগ।

নিউজটি শেয়ার করুন .. ..                    

‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন