প্রকাশিত : শনিবার ২৯ মার্চ, ২০২৫খ্রিষ্টাব্দ।। ১৫ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ (বসন্ত কাল)।। ২৮ রমজান, ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকা-মাওয়া মহাসড়কে পদ্মা সেতু দিয়ে বাড়ি ফিরছে দক্ষিণাঞ্চলের ২৯ জেলার মানুষ। পদ্মা সেতু দিয়ে যানজট মুক্ত পথে ঈদ করতে বাড়ি ফিরছেন তারা ।
গতকাল সকালে এ পথে গাড়ির চাপ থাকলেও আজ (শনিবার) সকাল থেকে গাড়ির অতিরিক্ত কোন চাপ নেই। গত ২৪ ঘণ্টায় মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে মটর সাইকেলসহ ৪৯ হাজার ৪৮৯ টি গাড়ি পার হয়েছে। টোল আদায় হয়েছে ৪ কোটি ২৫ লাখ ৪১ হাজার ৩ শত টাকা। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টোল প্লাজায় দ্রুত টোল পরিশোধ করে যাত্রীবাহী বাস পদ্মা সেতু পাড়ি দিচ্ছে।
পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ বাসসকে জানান, সকাল থেকে যানজট মুক্তভাবে সব গাড়ি পার হচ্ছে। গাড়ির চাপ বেশি হলে তা সামাল দেবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। গত ২৪ ঘণ্টায় মাওয়া এবং জাজিরা প্রান্ত দিয়ে মটর সাইকেলসহ ৪৯ হাজার ৪৮৯ টি গাড়ি পার হয়েছে। টোল আদায় হয়েছে ৪ কোটি ২৫ লাখ ৪১ হাজার ৩ শত টাকা।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com