প্রকাশিত:শনিবার,১৪ জানুয়ারি ২০২৩।।৩০পৌষ ১৪২৯ বঙ্গাব্দ (শীতকাল)।।১৯ জমাদিউস সানি, ১৪৪৪ হিজরি।।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : বিশৃঙ্খলার জেরে উদ্বোধনের পরের দিন থেকে পদ্মা সেতুতে নিষিদ্ধ থাকা মোটরসাইকেল ফের চলাচলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
রিটে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সরকারের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবু হানিফ হৃদয় নামের যাত্রাবাড়ীর এক বাসিন্দা এ রিট আবেদন করেছেন বলে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম জানিয়েছেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
রোববার (১৫ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে।
এর আগে গত বছরের ২৫ জুন সেতু উদ্বোধন করা হয়। এর পরদিন ২৬ জুন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
২৬ জুন এক তথ্য বিবরণীতে বলা হয়, আগামী ২৭ জুন ভোর ৬টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
নিউজ ট্যাগ: