প্রকাশিত:বুধবার,১২ ফেব্রুয়ারি, ২০২০ ইং ।। ২৯ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর :কাজী সাব্বির আহমেদ দীপু,মুন্সিগঞ্জ :জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ৩০ ও ৩১ নম্বর খুঁটির ওপর বসল ২৪তম স্প্যান। গত মঙ্গলবার দুপুরে ‘৫-এফ’ নম্বরের এ স্প্যানটি খুঁটির ওপর স্থাপনের মাধ্যমে সেতুর মূল অবকাঠামোর দৈর্ঘ্য বেড়ে হয়েছে তিন হাজার ৬০০ মিটার। ২ ফেব্রুয়ারি পদ্মা সেতুর ২৩তম স্প্যান স্থাপনের নয় দিনের মাথায় মঙ্গলবার বসল ২৪তম স্প্যান। পদ্মা সেতু প্রকল্পের (মূল সেতু) নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,২৪তম স্প্যান স্থাপনের পাশাপাশি মঙ্গলবার দিনভর ৮ নম্বর খুঁটির ক্যাপ কংক্রিটিং কাজে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রকৌশলী ও শ্রমিকরা। আর এ কর্মযজ্ঞের মাধ্যমে গতকাল ৮ নম্বর খুঁটি নির্মাণ কাজও সম্পন্ন হয়েছে। পদ্মা সেতুর ৪২টি খুঁটির মধ্যে মঙ্গলবার সম্পন্ন হওয়া ৮ নম্বর খুঁটি নিয়ে এখন পর্যন্ত ৩৮টি খুঁটি নির্মাণ হয়ে গেছে। এ ছাড়া গত সোমবার ২৬ নম্বর খুঁটির সর্বশেষ ৫ নম্বর পাইলটিতে কংক্রিট দিয়ে ঢালাই দেওয়া হয়েছে। আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যেই পাইলটির বেস কংক্রিটিং করা হবে। নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের জানিয়েছেন,বর্তমানে ১০,১১,২৬ ও ২৭ নম্বর খুঁটির নির্মাণ কাজ চলমান রয়েছে। এর মধ্যে ১০ ও ১১ নম্বর খুঁটি নির্মাণ কাজ চলতি মাসেই শেষ হবে।
প্রকৌশলীরা জানান, পদ্মা সেতুর ৪২টি খুঁটির ওপর বসবে ৪১টি স্প্যান। ইতোমধ্যে ৩৫টি স্প্যান চীন থেকে মাওয়ায় পৌঁছেছে। এর মধ্যে মঙ্গলবার পর্যন্ত ২৪টি স্প্যান খুঁটির ওপর বসানো হয়েছে। ১১টি স্প্যান ইয়ার্ডে রয়েছে এবং বাকি স্প্যানগুলো মার্চের মধ্যেই প্রকল্প এলাকায় চলে আসবে।