প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ইং ।। ৮ই শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : নূরুদ্দিন মাদবরের কান্দি এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয়। মাদারীপুর জেলার শিবচর উপজেলার দূর্গম চরাঞ্চলের একটি গ্রাম নূরুদ্দিন মাদবরের কান্দিতে অবস্থিত এই বিদ্যালয়টি। বিদ্যালয়টি চরাঞ্চলের বাতিঘর।
চরের ছোট ছোট প্রায় ২৪ টি গ্রামের ছেলে-মেয়েরা এই বিদ্যালয়ে লেখাপড়া করে। এই বিদ্যালয়ের কারণেই চরের ওই সকল গ্রামে পৌছে গেছে শিক্ষা। জানা গেছে, ২০০৯ সালে স্থাপিত হয় নূরুদ্দিন মাদবরের কান্দি এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয়। এটিই ছিল চরাঞ্চলের একমাত্র দৃষ্টিনন্দন, বহুতল ভবন ও আধুনিক সুবিধা সম্বলিত উচ্চ বিদ্যালয়।
গতকাল বুধবার রাতে তিনতলা ভবনটি হেলে পড়ে। আজ বৃহস্পতিবার পুরোপুরি তলিয়ে যায় বিদ্যালয়টি।
নিউজটি শেয়ার করুন .. ..