পদ্মাসেতুর কনস্ট্রাকশান ইয়ার্ড ভাঙনের কারনে  শিমুলিয়া ফেরিঘাট বন্ধ ঘোষণা (ভিডিও সহ) 

0
24
পদ্মাসেতুর কনস্ট্রাকশান ইয়ার্ড ভাঙনের কারনে  শিমুলিয়া ফেরিঘাট বন্ধ ঘোষণা  

প্রকাশিত : শনিবার, ১লা আগস্ট ২০২০ইং ।। ১৭ই শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : মোঃ রুবেল  ইসলাম তাহমিদ শিমুলিয়া ফেরিঘাট থেকে : লৌহজংয়ের  শিমুলিয়া ফেরিঘাট বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।শুক্রবার ৩১ জুলাই – সন্ধ‌া  সাড়ে ৭টার  পর থেকে  শিমুলিয়া ঘাটটি  বন্ধের ঘোষণা দিয়ে বিকল্প নৌরুট ব‌্যবহারের অনুরোধ করেছে বিআইডব্লিউটিএ। এ বিষয়ে শিমুলিয়া ফেরিঘাটের  মেরিন অফিসার আহম্মেদ আলি  জানান, পদ্মার তীব্র স্রোতের কারণে । আজ দুপুরে  ভাঙনের কবলে পড়ে বিলীন হয়  পদ্মাসেতুর কনস্ট্রাকশান ইয়ার্ডের কিছু অংশ ও  বেশ কিছু  সেতুর মালামাল সহ নদীতে ডুবে যায়। এ কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ফেরি সার্ভিস কখন স্বাভাবিক হবে তা পরে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। এসময় দক্ষিনবঙ্গের প্রবেশদ্বার শিমুলিয়া ঘাটে ঈদে ঘরমুখো যাত্রীরা হুমড়ি খেয়ে পড়েন কোন কোন যাত্রীরা। শুক্রবার ভোর ৫টা থেকে  অপেক্ষায় রয়েছেন ফেরী পার হবার জন্য । তারা এখনো ঘাটের কাছেই পৌছেতে পারেনি।

এছাড়া ঘরমুখো যাত্রীরা প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে প্রতি বছরের মতই এবারো দক্ষিণ বঙ্গের প্রবেশ পথ শিমুলিয়া  নৌ রুটে হাজার হাজার মানুষ এখন প্রতিযোগিতার হাওয়া না পেয়ে ফেরীতে কেউ পল্টুনে রাত যাপন করতে দেখা গেছে । সময় যত বাড়ছে  মানুষের সংখ্যা বাড়ছেই ফেরিঘাটে। তবে নদীরতীরে পল্টুনে অপেক্ষা করছেন নারী পুরুষ শিশুসহ  ফেরি যাত্রীগন ।

নিউজটি শেয়ার করুন .. ..         

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন