পদত্যাগ করলেন দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল

0
7
পদত্যাগ করলেন দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত : রবিবার,১২ অক্টোবর ২০২০ইং ।। ২৭শে আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ (শরৎকাল)।। ২৫শে সফর,১৪৪২ হিজরী

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মোমতাজ উদ্দিন ফকির।

রোববার (১১ অক্টোবর) রাষ্ট্রপতি বরাবর তারা পদত্যাগ পত্র দেন বলে জানা গেছে।

মো. মোমতাজ উদ্দিন ফকির আওয়ামী লীগের টানা তিন বারের ক্ষমতায় থাকার প্রথম মেয়াদে অর্থাৎ ২০০৯-২০১৪ মেয়াদের সময় নিয়োগ পেয়েছিলেন। প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের পর তিনি দীর্ঘ মেয়াদে দায়িত্ব পালন করে আসছিলেন।

রোববার সকালে তিনি বলেন, একান্ত ব্যক্তিগত কারণে রাষ্ট্রপতি বরাবর এ পদত্যাগ পত্র দিয়েছি।

মাহবুবে আলমের মৃত্যুর পর গত ৮ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিনকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন।

২০০৯ সাল থেকে দায়িত্বপালনকারী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ২৭ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর এই পদে সরকার এ এম আমিন উদ্দিনকে নিয়োগ দিল।

নিউজটি শেয়ার করুন .. ..                  

‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন