প্রকাশিত :সোমবার,৩০ মার্চ ২০২০ ইং ।। ১৬ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :নিউইয়র্ক প্রবাসী মির্জা হুদা সোহাগ (৪৪) করোনায় আক্রান্ত হয়ে অকালে ঝরে গেলেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আমেরিকার স্থানীয় সময় সন্ধ্যা ৬:১০ মিনিটে আর বাংলাদেশের সময় আজ রাত ৪:১০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
নিউইয়র্ক প্রবাসী Mili Sultana এবং Adnan Syed এর পোস্ট থেকে মৃত্যু সংবাদ নিশ্চিত হওয়া গেছে।
মির্জা হুদা সোহাগ অসুস্থ হওয়ার পর নিউইয়র্কস্থ এলমহার্স্ট হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হলে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। ডেঞ্জার পিরিয়ড অতিক্রান্ত হওয়ায় ভেন্টিলেটর খুলে দিয়ে রিস্ক ফ্রি এরিয়াতে নরমাল বেডে এনে রাখেন হাসপাতাল কর্তৃপক্ষ। এসংবাদে প্রবাসের আপনজন ও বাংলাদেশিদের মাঝে স্বস্তি ফিরে এসেছিল। কিন্তু কিছু বুঝে উঠার আগেই বাংলাদেশ সময় প্রভাতে এবং নিউইয়র্ক সময় সন্ধ্যায় তিনি ইহলোক ত্যাগ করেন।
সদ্য প্রয়াত মির্জা হুদার স্ত্রীও বর্তমানে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। নিস্পাপ দুটি শিশু আজ বড্ড অসহায়। বাচ্চা দু’টি নিকটতম স্বজনের নিকট অবস্থান করছে।
মির্জা হুদা সোহাগ আমেরিকা প্রবাসী যশোর কমিউনিটির কম বেশী সবার পছন্দের মানুষ । উনি পেশায় আইটি এক্সপার্টIT Expert ছিলেন। জ্যাকসন হাইটসে নিজের IT প্রতিষ্ঠান সহ হোটেল ব্যবসায় জড়িত ছিলেন।
সোহাগ এর বাড়ি যশোর শহরের সদরের পালবাড়ি ভাস্কর্যের মোড়ে।