প্রকাশিত: শনিবার, ২৯ মে ২০২১ইং।। ১৫ই জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ (গ্রীস্মকাল)।
বিক্রমপুর খবর : নিউজ ডেস্ক : লৌহজং উপজেলার নাগেরহাট যুব সমাজ কতৃক আয়োজিত ‘ ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২১’ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে কনকসার ইউনিয়নের ৫নং ওয়ার্ড ক্রিকেট টিম যা নতুনকান্দি ফ্রেন্ডস ক্লাব এর টিম।নতুনকান্দি ৫নং ওয়ার্ড ক্রিকেট টিম আজ ফাইনাল খেলা রাত ৮ টায় শুরু হয়।নতুনকান্দি (নাগের হাট)গ্রামের তরুণদের এই ক্রিকেট টিম। টিমের নেতৃত্ব দেন নাহিদ বেপারী। গ্রামের সকল মানুষের উৎসাহ ও উদ্দীপনায় খেলাটি শুরু থেকে আজকে পর্যন্ত আনন্দমুখর পরিবেশ ছিল।
সারা গ্রামের মানুষের মাঝে আজ উৎসববিরাজ করছে লক্ষ্য করা গেছে। কারন গ্রামের এই টিম তরুণ টিমকে তাহার সব সময় সার্বিক উৎসাহ দিয়ে সহযোগিতা করেছে।নাহিদ বেপারীর বলিষ্ঠ নেতৃত্বে এই তরুণ সমাজ নেশা আর মাদক থেকে দূরে থেক নিজেদের সুনাম রক্ষা করে চলেছে।এটা এলাকার মুরুব্বীদের গর্বের বিষয়।
নতুন কান্দি জামে মসজিদের সেক্রেটারি কুদ্দুস খালাসী বলেন আমার শারীরিক সমস্যা থাকা স্বত্বেও প্রতিটা খেলাড় সময় আমি সারাক্ষণ আমি সাথে ছিলাম আমি খুবই আনন্দিত এবং ড্রাগের মহামারিতে আমাদের গ্রামের তরুণদের নামে কোন বদনাম নাই তা এই নাগেরহাট যুব সমাজ কতৃক আয়োজিত ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২১অপরাজিত চ্যাম্পিয়ন হওয়াটাই প্রমান করে আর এই জন্য আমি গর্ববোধ করি। আওয়ামীলীগ নেতা শুভ ভুইয়া খেলোয়ারদের সাথে সর্বক্ষণ সাথে ছিলেন এবং এলাকার তরুণদের জন্য তিনি গর্ববোধ করেন, তেমনটা হিরন মৃধা, জাহাঙ্গির খান সকলে একই কথা বলেন।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন। https://www.facebook.com/BikrampurKhobor