‘নদী-খাল খননে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে সরকার’

0
5

প্রকাশিত : শনিবার,১৭ অক্টোবর ২০২০ইং ।। ১লা কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ৩০শে সফর,১৪৪২ হিজরী

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম বলেছেন, ‘তিস্তা সেচ প্রকল্পের অনুসরণে দেশে সেচ প্রকল্প গড়ে তুলতে পরামর্শ দেয়া হয়েছে। দেশের সব ছোট-বড় নদী ও খাল খননে ব্যাপক কার্যক্রম হাতে নেয়া হয়েছে। নদীগুলোকে বাঁচিয়ে রাখলে দেশ বেচে থাকবে; তা না হলে দেশকে বাঁচানোর কোন উপায় নেই।’

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রাজিব পয়েন্টে তিস্তা সেচ প্রকল্পের সফলতা, সম্ভাবনা আর নানাবিধ সমস্যা নিয়ে সুবিধাভোগী কৃষকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘দেশের সকল নদীর কোন কোন অংশে বাধ ও ব্যারাজ সৃষ্টি করে পানি সংরক্ষণ করতে হবে। যা শুকনো মৌসুমে ব্যবহার করা যাবে।’

এসময় কৃষক পর্যায়ে বিভিন্ন গ্রুপ তাদের সুযোগ-সুবিধা, সমস্যা ও সম্ভবনার কথা তুলে ধরেন।

এ সময় পরিকল্পনা কমিশনের উপ-সচিব আসাদুজ্জামান সরকার, পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন .. ..                   

‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন