নতুন ই-কমার্স দ্রব্য ডটকম

0
4
নতুন ই-কমার্স দ্রব্য ডটকম

প্রকাশিত:বৃহস্পতিবার,২২ এপ্রিল ২০২১ইং।। ৯ই বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ(গ্রীস্মকাল)।৯ রমজান ১৪৪২ হিজরী

বিক্রমপুর খবর :অনলাইন ডেস্ক :যাত্রা শুরু করেছে নতুন ই-কমার্স সাইট দ্রব্য ডটকম। ‘খুশিতে বাংলাদেশ’ শিরোনামে দেশের ই-কমার্স ক্রেতাদের ঝামেলাহীন কেনাকাটার সুবিধা দিতেই যার সূচনা। বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখের দিনে চালু হয়েছে (www.drobboo.com) দ্রব্য ডটকম।

মানসম্মত পণ্য, দ্রুত ডেলিভারি আর ডিসকাউন্ট  সুবিধা মিলবে নতুন এ প্লাটফর্মে।

যাত্রা শুরু উপলক্ষে বেশ কিছু অফার ও ডিসকাউন্ট থাকছে। অর্ধেক দামেই কেনা যাবে বহু পণ্য। তা ছাড়া বাংলা নববর্ষ উপলক্ষ্যে মাত্র ১৪ টাকায় টি-শার্ট জিতে নেওয়ার সুযোগ পাবেন ক্রেতারা।

দ্রব্য ডটকম সাইটের ব্যবস্থাপনা পরিচালক বাতিয়া আহসান জানালেন, দেশের অনেক ই-কমার্সের ভিড়ে মানসম্মত সেবা নিয়ে ঝামেলায় পড়েন ক্রেতারা। তাই উন্নত সেবার লক্ষ্যসহ সঠিক দামে, ভালো ব্র্যান্ডের সব প্রকৃত পণ্য সঠিক সময়ে ক্রেতার কাছে পৌঁছে দিতে কাজ করবে দ্রব্য ডটকম।

স্মার্টফোন, মটরবাইক, ট্যাব, এসি, গ্যাজেট, হোম অ্যাপ্লায়েন্স, ফ্যাশন ও গ্রোসারি ছাড়াও বহুবিদ ক্যাটাগরির পণ্য মিলবে এখানে। দাম পরিশোধে আছে সব ধরনের পেমেন্ট অপশন। আছে বিকাশ, ভিসা, মাস্টার কিংবা অ্যামেক্স কার্ড, নেক্সাস পে, ব্যাংক ডিপোজিট ছাড়াও নগদে মূল্য পরিশোধ সুবিধা। তা ছাড়া ক্রেতারা চাইলে পণ্য হাতে পেয়ে দাম পরিশোধ করতে পারবেন।

প্রসঙ্গত, দ্রব্য ডটকম আহসান গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। সাইটটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে (facebook.com/drobboo) এ লিঙ্কে।

নিউজটি শেয়ার করুন .. ..        

‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের  পেইজ লাইক দিন শেয়ার করুন।     

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন